কোষাধ্যক্ষের ইস্তফায় স্বস্তির নিঃশ্বাস IFA’র অন্দরে

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১ সেপ্টেম্বর: সদ্য বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ-র কোষাধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছেন দেবাশিস সরকার। ময়দানের পুরনো মুখ হলেও সম্প্রতি আইএফএ কোষাধ্যক্ষের আচরণ ক্ষোভের প্রকাশ ঘটিয়েছিল সংস্থার কর্মী এবং কর্মচারীদের মধ্যে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আইএফএ কর্মীর অভিযোগ, তাঁদের সঙ্গে নানা সময় খারাপ ব্যবহার করেছেন দেবাশিস। তাঁদের কথায়, “উনি নিশ্চিতভাবে সম্মানীয়। উনি যে পদে ছিলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যাঁরা এতদিন ধরে আইএফএ-তে রয়েছি তাঁরা কি ভাল ব্যবহার আসা করে না?”

শুধু অভ্যন্তরীণ কর্মীরাই নন, জনৈক এক ক্লাবকর্তাকে তাঁর ইস্তফা আইএফের কর্মকাণ্ডে কতটা প্রভাব ফেলবে জিজ্ঞাসা করা হলে সেই ব্যক্তি হাসতে হাসতে বলেন, “আমার‌ মনে হয় না এতে কিছু আহামরি প্রভাব পড়বে। শিরদাঁড়া যেমন মানুষের থাকে তেমন সাপেরও থাকে!” হঠাৎ এমন মন্তব্য কেন? এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে সেই ব্যক্তি বলেন, “ময়দানে একটু খোঁজ নিয়ে দেখুন!”

বিশেষ করে টিকিটিং কমিটির সঙ্গে দেবাশিস সরকারের মতানৈক্য এবং বিরোধের অভিযোগও রয়েছে। এ ছাড়া বেশ কিছু ক্ষেত্রে নিজের সতীর্থ অর্থাৎ অফিস বেয়ারার্সদের‌ সঙ্গেও খারাপ ব্যবহার করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

বিদায়ী কোষাধ্যক্ষ বিচক্ষণ মানুষ, তিনি বুঝতে পেরেছিলেন ধীরে ধীরে অপ্রিয় হয়ে উঠছেন, তাঁর সংস্থার অন্দরেই তাঁকে নিয়ে ক্ষোভ জমা হচ্ছে। এই পরিস্থিতিতে দীর্ঘদিন ময়দানের সঙ্গে যুক্ত দেবাশিস সরকার যে সরে যাবেন সেটাই স্বাভাবিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here