আগামী ২৬ ফেব্রুয়ারি পালিত হবে মহাশিবরাত্রি। শাস্ত্র অনুসারে মহাদেবই হলেন একমাত্র দেবতা, যাঁর উপাসনার ফল সরাসরি ভাবে পাওয়া যায়। শিবের আরাধনা করার জন্য গোটা বছরে সবচেয়ে উপযুক্ত দিন হল মহাশবরাত্রি। এদিন শিবপুজো করলে মহাদেবের পাশাপাশি সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদও লাভ করা যায়। তার সঙ্গে কোষ্ঠীতে এই চারটি গ্রহ কূপিত হলে মহাশিবরাত্রির পুজোয় গ্রহের অবস্থানও উন্নত করা সম্ভব।

রাহু

শাস্ত্র অনুসারে অশুভ রাহুর প্রভাবে জীবনে আসা সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় মহাশিবরাত্রিতে পুজো করে। এদিন নিশিকাল মুহূর্তে জলের মধ্যে দূর্বা ও কুশ মিশিয়ে সেই জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। এর সঙ্গে ১১ বার শিবের পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন।

শনি

মহাশিবরাত্রিতে শিবের পুজো করলে শনি ঠাকুর খুশি হন। মহাশিবরাত্রিতে আখের রস ও কালো তিল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে শনির সাড়ে সাতি ও ধাইয়ার প্রকোপ কমানো সম্ভব। শনির বক্রদৃষ্টির প্রকোপ কমাতে এদিন অবশ্যই শামী পত্র দিয়ে শিবপুজো করুন এবং শিবপুরাণ পাঠ করুন।

মঙ্গল

কেরিয়ার থেকে পারবারিক জীবন, সব ক্ষেত্রেই সমস্যা দেখা দেয় মঙ্গলের নেগেটিভ প্রভাবে। এর থেকে মুক্তি পেতে মহাশিবরাত্রিতে লাল চন্দন, লাল ফুল, গুড় ও গঙ্গাজল দিয়ে শিবের পুজো করুন। তার সঙ্গে ‘ওম নমহঃ ভগবতে রুদ্রায় নমহঃ’ মন্ত্র জপ করুন। শিব তাণ্ডব স্তোত্র পাঠ করেও মঙ্গলের দশা থেকে মুক্তি পাওয়া যায়।

চন্দ্র

মহাদেবের মাথায় অবস্থান করে চন্দ্র। তাই যাঁরা মহাদেবের আরাধনা করেন, তাঁদের কখনও চন্দ্রের অশুভ দশার মধ্যে পড়তে হয় না। কোষ্ঠীতে চন্দ্রের অবস্থান ভালো করতে মহাশিবরাত্রিতে নিশিতা কাল মুহূর্তে রুপোর পাত্রে দুধ নিবেদন করুন শিবলিঙ্গে, তার সঙ্গে জপ করুন, ‘ওম শ্রী শ্রী শ্রী শাহা চন্দ্রমাসি নমহঃ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here