চাণক্যকে অন্যতম সেরা কূটনীতিবিদ হিসাবে বিবেচনা করা হয়। ভারতীয় ইতিহাসে তাঁর কূটনৈতিক প্রতিভার জন্য ‘কৌটিল্য’ ও ‘বিস্নুগুপ্তা’ নামেও পরিচিত তিনি। জীবনে চলার পথে অনেক বাধার সম্মুখীন হতে হয়। তবে চাণক্যের এক একটি বাণী আপনাদের জীবনের যে কোনও সমস্যার সমাধান খুঁজে দিতে পারে।
এক নজরে চাণক্যনীতিগুলি দেখে নিন:
১) যারা স্বইচ্ছায় অন্যদের ক্ষতি করার চেষ্টা করে তাঁদের সঙ্গে থাকা উচিৎ নয়। এরা আপনাদেরও সমস্যায় ফেলতে পারে।
২) চাণক্যের মতে, অজ্ঞ ব্যক্তিরা জীবনে খুব কষ্ট পান। এই ধরনের ব্যক্তিরা সহজে কিছু বুঝতে চান না, যে কোনও কিছুতে জটিলতা তৈরি করেন।
৩) যদি আপনার জীবনসঙ্গী সব সময় অবুঝের মতো আচরণ করেন, কটুক্তি করেন এবং মিথ্যা কথা বলেন, তবে আপনার জীবন নরকে পরিণত হবে এবং সামান্য কারণে বচসার ফলে পারিবারিক শান্তি চলে যাবে।
৪) চাণ্যকের মতে, অস্বাস্থ্যকর ও অপুষ্টিকর খাবার এড়িয়ে চলা উচিৎ। কারণ এই খাবার খাওয়ার পর আপনাদের মন ও শরীর খারাপ হয়ে যাবে।
৫) সমাজে কিছু ব্যক্তি থাকেন যাঁরা সমস্ত কাজের জন্যই সাহায্য চেয়ে থাকেন। এদের মূল উদ্দেশ্যই স্বার্থপূরণ করা। তাই এমন সুযোগসন্ধানী ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রেখে চলুন।