এই মকর সংক্রান্তিতে এমন অনেক কাজ রয়েছে, সেগুলি যদি করেন, তাহলে আপনার জীবনের সফলতা লেগেই থাকবে। এমনকি আর্থিক দিকেও খুব লাভ হবে আপনার। এমন অনেক কাজ রয়েছে, সেগুলি করলে আপনার জীবনে নেমে আসবে নানা সমস্যা।
এতে কিন্তু সূর্যদেবও কিন্তু রেগে যাবেন। চলতি বছর ১৪ জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তি পালিত হবে। মকর সংক্রান্তিতে সূর্য ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করে। সূর্যকে আমরা শক্তির কারক বলেই মনে করা হয়। মকর সংক্রান্তির দিনগুলি এই সমস্ত কাজ করবেন, এতে আপনার জীবনের সফলতা আসবে, এমনকি আর্থিক দিকেও লাভ হবে।
নদীতে ঘুরে আসুন
মকর সংক্রান্তির দিন ভোরবেলা ঘুম থেকে উঠে নদী বা পুকুরের নদীতে স্নান করুন। যদি সামনে কোনও নদী না পান, তাহলে পুকুরে স্নান করতে পারেন। যদি তাও সম্ভব না হয়, তাহলে স্নান করার সময় তিল মিশিয়ে স্নান করুন। এতে আপনার জীবনে সফলতা আসবে, বড় রোগের ঝুঁকিও কমবে।
সূর্যকে জল অর্পণ করুন
একটি তামার পাত্রে সূর্যকে জল অর্পণ করুন। সেই সঙ্গে লাল ফুল ও তিল নিবেদন করতে পারেন। এতে সূর্যদেব খুব খুশি হবেন। সূর্যের কৃপায় আপনার জীবনে সফলতা আসবে।
তিল ও গুড় খাবেন
মকর সংক্রান্তির দিন তিল ও গুড় খাবেন। এতে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং সকল কাজেই সমস্ত বাধা কাটবে।
সূর্যকে এগুলি নিবেদন করুন
এই বিশেষ দিনে সূর্য দেবতাকে খিচুড়ি, তিল, গুড় নিবেদন করুন। এতে দারিদ্র ব্যক্তিদের দান করতে পারেন। এতে আপনার জীবনে সফলতা নিশ্চিত।
এই মন্ত্র জপ করুন
“ওম সূর্যায় নমঃ” বা “ওম নমো ভগবতে সূর্যায়” এই মন্ত্রটি মকর সংক্রান্তির দিন অবশ্যই ৩ কিংবা ৭ বার জপ করুন। এতে সূর্য দেবতার বিশেষ কৃপা লাভ করতে পারেন আপনি।
এগুলি দান করুন
এই মকর সংক্রান্তির দিন দারিদ্র ব্যক্তিদের খাবার, কাপড়, অর্থ দান করুন। এতে আপনার জীবনে যে বাধা রয়েছে সেই বাধা আপনি কাটিয়ে উঠতে পারবেন।