কুম্ভ মেলার কথা আমরা সকলেই জানি। এই মেলায় দেশ বিদেশের প্রচুর ভক্ত আসেন। ১২ বছর পর এবার মহাকুম্ভ মেলা আয়োজিত হচ্ছে প্রয়াগরাজে। প্রথম রাজকীয় স্নান অনুষ্ঠিত হবে ১৪ জানুয়ারি। যদি আপনি যদি মহাকুম্ভ মেলায় যেতে চান এবং ত্রিবেণী ঘাটে ডুব দিতে চান, তাহলে অবশ্যই এবার এখানে আসুন।

যদি আপনি বাস্তুদোষ কাটাতে চান ও নিজের জন্মকুণ্ডলীতে গ্রহ দোষ কাটাতে চান, তাহলে অবশ্যই এই ত্রিবেণী ঘাট থেকে এই জিনিসগুলোই বাড়িতে নিয়ে যান, এতে আপনি গ্রহ দোষ থেকে মুক্তি পাবেন। জানুন কী কী আনবেন।

মাটি

গঙ্গার তীরের মাটি অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয়। তাই মহাকুম্ভে গেলে অবশ্যই ত্রিবেণী ঘাট থেকে কিছুটা মাটি এনে বাড়িতে রাখবেন। তারপর এই মাটি তুলসী গাছ লাগাতে পারেন। আবার ঠাকুর ঘরেও এটি রাখতে পারেন। এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। দূর হবে নেতিবাচক শক্তি। শুধু তাই নয়, বাস্তুদোষ থেকে মুক্তি পাবেন।

জল

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ত্রিবেণী ঘাটের জল যদি আপনি বাড়িতে আনেন, তাহলে আপনার বাড়ি থেকে দূর হয়ে যাবে নেতিবাচক শক্তি। এসময়ে যখন আপনি ঘাটে ডুব দিয়ে স্নান সেরে আপনি কিন্তু এক ঘটি জল নিয়ে বাড়িতে আসবেন। এতে আপনার গ্রহ দোষ দূর হবে। এমনকি বাস্তু দোষ থাকলে তাও দূর হবে। যদি পারেন সেই জল রোজ স্নানের জলে মিশিয়ে আপনি স্নান করতে পারেন। এতে আপনার মানসিক শান্তি বজায় থাকবে।

রুদ্রাক্ষ ও তুলসী মালা

হিন্দুধর্মে রুদ্রাক্ষ ও তুলসীমালার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রয়াগরাজে কুম্ভস্নানের সময় আপনি যদি সেখান থেকে তুলসীর মালা ও রুদ্রাক্ষ আনেন, তাহলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে, কিংবা কোনও সাধুর কাছ থেকে যদি রুদ্রাক্ষ পান, তাহলে বুঝবেন আপনার জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে।

প্রসাদ

ত্রিবেণী সঙ্গমের পাশাপাশি প্রয়োগরাজে কিন্তু অনেক মন্দির রয়েছে। কুম্ভ স্নান করার পর সেই মন্দিরগুলিতে আপনি ঘুরতে যেতে পারেন, সেখানে থেকে আপনাকে প্রসাদ আনতে হবে। সেখানকার প্রসাদ দৈব প্রসাদ হিসেবে মনে করা হয়। আর এই প্রসাদ আপনি যদি বাড়িতে নিয়ে আসেন, তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে পরিবারের সকলের সঙ্গে আপনার শুভ সম্পর্ক বজায় থাকবে।

ফুল

মহাকুম্ভ থেকে অবশ্যই বাড়িতে ফুল আনবেন। ত্রিবেণী ঘাট বা যেকোনও মন্দিরে যদি আপনি ফুল পান, সেই ফুল বাড়িতে নিয়ে আসবেন। কিংবা সাধুদের কাছ থেকেও যদি ফুল পান তাও বাড়িতে নিয়ে এসে রাখবেন। এতে আপনার বাড়ি থেকে বাস্তুত্রুটি দূর হবে। শুধু তাই নয়, কুম্ভ থেকে আনা ফুল যদি আপনি নিত্যদিন মাথায় ছোঁয়ান, তাহলে আপনার সুখ, শান্তি ও বিরাজ করবে আপনার জীবনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here