বাস্তুশাস্ত্র মনে করে সকালে ঘুম থেকে উঠেই কিছু নিয়ম পালন করলে আপনার সারা দিন ভালো কাটবে।
দীর্ঘক্ষণ শুয়ে থাকবেন না– ঘুম থেকে ওঠা মানে একটা নতুন দিন শুরু হওয়া। তাই বিছানায় অলসভাবে শুয়ে থাকবেন না। দীর্ঘক্ষণ বিছানায় শুয়ে থাকলে আপনার শরীর এমনিতেই অলস লাগবে। কাজের ক্ষমতা কমে যাবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠুন।
ধ্যান করুন – ঘুম থেকে ওঠার পর ঠাকুরকে প্রণাম করুন। ধ্যান করুন। এতে দেখবেন মানসিক শান্তি পাবেন। তারপর কিছুক্ষণ সময় ভালভাবে শ্বাস নিন। হাঁটাহাঁটি করুন। এতে আপনার দিন ভালো যাবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সারাদিন কর্মশক্তিতে ভরে থাকবে শরীর।
ঠাকুরের গান শুনুন –ঘুম থেকে উঠে ভাল জিনিস দেখার চেষ্টা করুন এবং ঠাকুরের গান শুনুন। এতে আপনার মন ভাল থাকবে। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কোন খারাপ খবর পড়া এড়িয়ে চলুন।
তালুর দিকে তাকান– বিছানায় বসে ঈশ্বরের ছবির দিকে তাকান কিংবা হাতের তালুর দিকে দেখান। এতে আপনার মনোবল বাড়বে। আপনি ভালোভাবে একটি দিন শুরু করতে পারবেন। বাস্তুশাস্ত্রে বলা হয়, ভোরবেলা ঝগড়া করা, তর্ক, বিতর্কে এড়িয়ে চলুন।
যোগব্যায়াম করুন – বাস্তুশাস্ত্র বলা হয়, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আপনার হাতের তালু দেখুন। সেই সঙ্গে মা লক্ষ্মীর নাম জপ করতে থাকুন। সেই সঙ্গে যদি আপনার কোনও গুরু থাকেন, তাহলে তার নাম জপ করতে পারেন। সকালে যোগব্যায়াম ও ধ্যান করা খুব ভালো।