![FotoJet - 2025-02-05T192440.645](https://sportsnscreen.com/wp-content/uploads/2025/02/FotoJet-2025-02-05T192440.645.jpg)
হিন্দুধর্ম অনুসারে প্রতিটি মানুষ অমৃতের সন্তান। জ্যোতিষশাস্ত্র বলছে কারও কারও মধ্যে এই ঐশ্বরিক শক্তির অংশ থাকে। অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ থাকে এঁদের উপর। কিছু কিছু ঘটনা সমানেই ঘটতে থাকে এঁদের সঙ্গে। জেনে নিন এই সম্পর্কে বিশদে।
শাস্ত্র অনুসারে যদি প্রতি রাতে আপনার ঘুম ঠিক ৩টে থেকে ৫টার মধ্যে ভেঙে যায়, তাহলে আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে। মনে করা হয়, এই সময়েই ঈশ্বরের দূতেরা আকাশ দিয়ে ঘোরাফেরা করেন। তাই প্রতিদিন এই সময় ঘুম ভেঙে গেলে ঈশ্বরের নাম নিন, তাঁর আশীর্বাদ আপনার উপর সব সময় থাকবে।
রাতে ঘুমনোর সময় প্রতিদিন দেব দেবীর দর্শন পাওয়া অত্যন্ত শুভ। স্বপ্নে যদি দেখেন আপনি তাঁদের সঙ্গে কথা বলছেন, এর অর্থ আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। এরকম যখন কারোর সঙ্গে হয়, তখন সাধারণত দেখা যায় সেই ব্যক্তি আচমকাই প্রচুর লাভ করেন। অথবা তাঁর কোনও ইচ্ছে এই সময় পূরণ হতে পারে।
যদি কোনও ঘটনা ঘটার আগেই আপনি তা ঘটবে বলে অনুমান করতে পারেন, তবে এটি আপনার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা থাকার ইঙ্গিত বহন করে।
যদি সমাজে আপনার প্রচুর মান সম্মান থাকে, সবাই যদি আপনাকে মান্য করে ও আপনার প্রশংসা সর্বত্র থাকে, আপনার যদি সুখ, সম্পদ ও সমৃদ্ধির কোনও অভাব না থাকে, তাহলে নিশ্চিত আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে।
আপনি যদি সব সময় পজিটিভ চিন্তাভাবনা করেন, যদি হাজার দুঃখ-কষ্টেও ঈশ্বরের উপর থেকে বিশ্বাস না হারান, আপনি যদি সব সময় অন্যকে সাহায্য করার চেষ্টা করেন, কোনও ভাল কাজ করার জন্য জান-প্রাণ লাগিয়ে দেন, তাহলে এর অর্থ ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর সব সময় রয়েছে।