দান করা খুবই ভাল একটি কাজ। তবে জ্যোতিষশাস্ত্র বলছে দান-ধ্যানের ক্ষেত্রেও কিছু জিনিস মাথায় রাখা আবশ্যক। যেমন- পৌষ মাস চলাকালীন কিছু কিছু জিনিস কাউকে দান করতে নেই। শাস্ত্র বলছে এই জিনিসগুলি দান করলে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবেন আপনি। অনেকেই এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দেন। কিন্তু কথাতেই রয়েছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই ঘরে আর্থিক মন্দা ডেকে আনতে না চাইলে পৌষ মাসে ভুলেই এই জিনিসগুলি দান করবে না।
চালঃ পৌষ মাসের দিনগুলিতে কাউকে চাল দান করবেন না। বিশেষত বৃহস্পতিবারে তো একেবারেই নয়। এমনকি কারও থেকে চাল নেবেনও না। যদি আপনি পৌষ মাসের যে কোনো দিন দান করেন তাহলে আপনার জীবনে খারাপ সময় নেমে আসতে পারে।
টাকাঃ পৌষ মাসে ভুলেও কাউকে টাকা ধার দেবেন না। এই সময় টাকা ধার দিলে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। এই সময় একমাত্র ভিক্ষুক দরিদ্র মানুষকে টাকা দান করা ছাড়া কাউকে টাকা ধার হিসেবে দেবেন না এবং কার থেকে টাকা ধার হিসেবে চাইবেন না।
কালো সরষেঃ পৌষ মাসের কোনো দিন কাউকে কালো সরষে দান করবেন না, কালো সরষে যদি দান করেন তাহলে তা আপনার জন্য খুবই অশুভ, কালো সরষে কারোর থেকে চাইবেন না কাউকে দান করবেন না।