হিন্দু ধর্মে মহালয়ার দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন অনেকেই নিজের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন। মনে করা এই রীতির মাধ্যমে তাঁদের বিদেহী আত্মার মুক্তি ঘটে, পাশাপাশি পূর্বপুরুষদের আশীর্বাদও লাভ করা যায়। এই দিনে বিশেষ কিছু কাজ করলে জীবনে পাওয়া যায় অত্যন্ত শুভ ফল।

পারলে মহালয়ার দিন বাড়িতে পাঁচ জন কিংবা সাত জন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে, তাঁদের সেবা করুন। এ ছাড়া বাড়িতে বালক ভোজনও করাতে পারেন। এর থেকে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়।

মহালয়ার এই বিশেষ দিনে যে কোনও পশুপাখিকে খাবার খাওয়ানো খুব শুভ বলে মনে করা হয়।

মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশে একটা তামার ঘটিতে কাঁচা দুধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল এবং গঙ্গাজল মিশিয়ে বাড়ির কোনও ফাঁকা জায়গায় ঢেলে দিন। এই কাজটা কোনও জলাশয়েও করা যেতে পারে। একে তর্পণ করা বলা হয়। অনেকেই নিজের পূর্বপুরুষদের উদ্দেশ্যে এইদিন তর্পণ করে থাকেন।

মহালয়ার দিন কোনও অসহায় মানুষকে তাঁর প্রয়োজনীয় জিনিস দান করতে পারেন।

মহালয়ার দিন বাড়িতে অবশ্যই নিরামিষ খাবার খাওয়া উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here