মহিলাদের স্বনির্ভর করে তুলতে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্প শুরু করেছে। তাঁর মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতাধীন মহিলারা প্রত্যেক মাসে পান ১০০০ টাকা এবং ১২০০ টাকা করে। আজকের প্রতিবেদনে জানতে পারবেন কোন কোন মহিলারা এই প্রকল্পের আওতায় আসবেন না।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রাজ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। প্রকল্পটি চালু হওয়ার পর মহিলাদের ৫০০ টাকা করে মাসে এবং পিছিয়ে পড়া মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হচ্ছিল। বর্তমানে সাধারণ শ্রেণির মহিলাদের জন্য ১০০০ টাকা করে বরাদ্দ করেছে রাজ্য সরকার এবং পিছিয়ে পড়া মহিলাদের জন্য ১২০০ টাকা করে বরাদ্দ করেছে রাজ্য সরকার।

লক্ষীর ভাণ্ডার প্রকল্পটি পেতে গেলে কিছু বিশেষ শর্ত অবশ্যই পালন করতে হবে। যদি এই শর্তগুলো পালিত না হয় তাহলে কোনওভাবেই লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ মিলবে না রাজের মহিলাদের। লক্ষীর ভাণ্ডার প্রকল্পটি শুধুমাত্র এই রাজ্যের মহিলাদের জন্যই প্রযোজ্য। এ ছাড়াও আবেনকারীর অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে নইলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।

বছরের বিভিন্ন সময় যখন দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয় সেখানে লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পে আবেদন করার ব্যবস্থা করা থাকে। যারা এই প্রকল্পে আবেদন করতে চান তারা অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here