
২০২৫ সালে প্রয়াগরাজে কুম্ভমেলা অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসবে দেশ বিদেশ থেকে বহু পুণ্যার্থী আসেন। ২০২৫ সালের মহাকুম্ভ শুরু হয়েছে ১৩ জানুয়ারি থেকে। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন ছিল প্রথম শাহি স্নান। কিন্তু সকলের পক্ষে তো প্রয়াগে গিয়ে ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়া সম্ভব নয়। তাই বাড়িতে বসেও কুম্ভ স্নানের পুণ্য অর্জন করতে পারেন।
বাড়িতে কুম্ভ স্নানের পুণ্য অর্জনের জন্য, আপনি আপনার কাছের যেকোনও পবিত্র নদীতে স্নান করে এর সুফল পেতে পারেন।যদি আপনি শাহী স্নানের দিন প্রবাহিত জলে গঙ্গাজল মিশিয়ে বাড়িতে স্নান করেন এবং প্রকৃত ভক্তি মনে রাখেন, তাহলেও এই স্নানের পুণ্য অর্জিত হবে।
যদি আপনি কুম্ভ স্নানে যেতে না পারেন, তাহলে শাহী স্নানের দিন বাড়িতে স্নান করার সময় এই মন্ত্রটি জপ করুন- ‘গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী। নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরু।’
৪৫ দিন পর মহাকুম্ভের সমাপ্তি ঘটবে ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারী, মহাশিবরাত্রির দিনে।