দীপাবলি মানেই লক্ষ্মীদেবীর পুজো। বলা হয় এই দিন লক্ষ্মীপুজো করে ঘর থেকে অলক্ষ্মী বিদায় করা হয়। এই দিন বিশেষভাবে পালিত হয় ধনতেরাস। আগে যদিও এটি অবাঙালিদের উৎসব ছিল, বর্তমানে বাঙালিরাও এতে মেতে উঠেছে। এই দিন সচরাচর মানুষ সোনা-রুপো কেনেন। তবে সবার তো সেই সামর্থ্য থাকে না, কিন্তু সাধ থাকে। যাদের ক্ষমতা নেই তারা চাইলে ধনতেরাসে সোনা বা রুপো না কিনে, বাড়িতে নিয়ে আসতে পারেন এই কয়েকটি জিনিস। তাতেও মিলবে সুখ-শান্তি-সমৃদ্ধি।

ধনতেরাসে পাঁচটি পান কিনে লক্ষ্মীকে নিবেদন করলে ঐশ্বর্য বৃদ্ধি পায়, লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয়। পরের দিন পবিত্র নদীতে পান বিসর্জন করাই উচিত।

ধনেপাতাকে সম্পদের প্রতীক মনে করা হয়। তাই ধনতেরাসে ধনেপাতা কিনুন। এতে সম্পদ বৃদ্ধি পায়। ঘরে টাকার অভাব থাকে না।

ধনতেরাসে মুড়ি। মুড়িকে শুভ লক্ষণ বলে মনে করা হয়। ধনতেরাসে মুড়ি কিনে ঘরে আনলে ধন লাভ হয়।

ধনতেরাসে সিঁদুর কিনুন। ধনতেরাসে সিঁদুর কিনলে বিবাহিত মহিলাদের অশেষ সৌভাগ্য লাভ হয়।

ধনতেরাসে ঝাড়ু কিনুন। ঝাড়ুর সঙ্গে লক্ষ্মীর সম্পর্ক আছে। ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করলে লক্ষ্মী প্রসন্ন হন, ঘরে ধন আসে। এছাড়া ঝগড়া থেকেও মুক্তি মেলে।

ধনতেরাসে নুন কিনুন। নুনের নেতিবাচক শক্তি নাশ করার গুণ আছে। ধনতেরাসে নতুন নুন কিনে ঘরে আনলে নেতিবাচক শক্তি দূর হয়, ঘরে আসে ইতিবাচক শক্তি। এর সঙ্গে রাহু দোষও কমে।

ধনতেরাসে বাসন কিনুন। বাসন কেনা সরাসরি ধন বৃদ্ধির সঙ্গে জড়িত। নতুন বাসন কিনলে ঘরে ঐশ্বর্য আসে।

ধনতেরাসে লক্ষ্মী-গণেশের মূর্তি কিনুন। মা লক্ষ্মীকে ধন দেবী বলে মনে করা হয়। গণেশ বিঘ্ন নাশ করেন। ঘরে তাদের মূর্তি রাখলে জীবনে সুখ, ঐশ্বর্য, সৌভাগ্য আসে। লক্ষ্মী-গণেশের মূর্তি শুভ লক্ষণ।

ধনতেরাসে হলুদ কিনুন। হলুদকে শুভ, পবিত্রতার প্রতীক বলে মনে করা হয়। ধনতেরাসে হলুদ কিনলে গ্রহ দোষ কমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here