শীত কালের রুক্ষ আবহাওয়া এবং ধুলোয় ত্বক নষ্ট হয়ে যায়। ধুলো, আর্দ্রতার অভাব, রোদের ক্ষতিকারক প্রভাবের পাশাপাশি শীতে জলও কম খাওয়া হয় বলে ত্বকে ব্রণর সমস্যা বাড়ে। রূপটানশিল্পীরা বলছেন, ঘরোয়া উপায়ে শীতের সহজলভ্য সব্জি দিয়ে ওই সমস্যার সমাধান সম্ভব। ব্রণর সমস্যা দূর করতে টমেটো এবং ধনেপাতা দিয়ে বানিয়ে নিতে পারেন ঘরোয়া ফেসপ্যাক।

কীভাবে তৈরি করবেন?

টমেটো, বোটা সমেত ধনেপাতা আর গোলাপ জল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। ত্বকের প্রকৃতি তৈলাক্ত হলে এই মিশ্রণের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিতে পারেন। তা ছাড়া এক চামচ মুলতানি মাটি মিশিয়ে নিলে মিশ্রণটি ত্বকের উপর আরও ভাল ভাবে বসবে।

কীভাবে ব্যবহার করবেন?

ত্বক ভাল করে পরিষ্কার করে নিয়ে ফেসপ্যাকটি মুখ লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

টমেটো অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর, যা ত্বকের দাগছোপ দূর করতে সাহায্য করে। আর ব্রণর সমস্যা দূর করবে ধনেপাতা। নিয়মিত এই ফেসপ্যাক ব্যবহার করলে ব্রণর দাগও দূর হবে। এই ফেসপ্যাক বলিরেখা দূর করতেও বেশ উপকারী।

সতর্কতা

ব্রণর সমস্যা অত্যধিক বেড়ে গেলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ। এক এক জনের ত্বকের ধরন এক এক প্রকার। সেই অনুসারে চিকিৎসার ধরনও বদলায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here