সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী, মুখে তিলের উপস্থিতি শুভ ও অশুভ উভয় সংকেত দিয়ে থাকে। মুখের কোন দিকে তিল থাকলে তা কোন ইঙ্গিত বহন করে তা সহজেই জানা যায় এই সাস্ত্রের মাধ্যমে। বলা হয় মহিলাদের মুখের এই দিকে তিল থাকলে তাঁরা অনেক অর্থ উপার্জন করে থাকেন। জেনে নিন কোন অংশে তিল থাকলে তা হয়—
গালের মাঝখানে তিল
সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী কোনও মহিলার গালের মাঝখানে তিল থাকলে তাঁরা সর্বদা ভাগ্যের সঙ্গ লাভ করেন। অত্যন্ত আবেগপ্রবণও হয়ে থাকেন। পাশাপাশি অন্যকে প্রভাবিত করার অদ্ভূত ক্ষমতা রয়েছে এঁদের মধ্যে।
মুখের ডান দিকে তিল থাকলে
সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী, কোনও মহিলার মুখের ডান দিকে তিল থাকলে তাঁদের আর্থিক পরিস্থিতি অত্যন্ত দৃঢ় হয়। পাশাপাশি এঁরা জীবনে সমস্ত সুখ লাভ করেন। আবার মুখের বাঁ দিকে তিল থাকলে সেই জাতিকাদের গৃহস্থ জীবন সুখে কাটে।
নাকে তিল
সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী যে মহিলাদের নাকে তিল থাকে, তাঁরা বিয়ের পর নিজের কাজে সাফল্য লাভ করেন। এঁদের জীবনে কখনও কোনও অভাব থাকে না।
মাথার মাঝখানে উপস্থিত তিল
মাথার মাঝখানে তিল থাকলে তাঁরা জীবনে প্রচুর অর্থ উপার্জন করে। এঁদের কাছে অর্থ উপার্জনের একাধিক উৎস বর্তমান। এঁরা অন্যের সঙ্গে বেশি মেলামেশা করতে পছন্দ করেন না। তবে এঁরা ঘুরতে ভালোবাসেন।