বাড়িতে পুজো করার সময় সবসময় কর্পূর জ্বালান।
প্রতি বৃহস্পতিবার তুলসী গাছে দুধ নিবেদন করলে ঘরে ইতিবাচক পরিবেশ তৈরি হয়।
শুক্রবার রাতে দেবী লক্ষ্মীর পুজো করার পর তাকে দুধের তৈরি মিষ্টি নিবেদন করা শুভ।
শনিবার অশ্বত্থ গাছের নিচে সরষের তেল নিবেদন করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।
পাখিদের প্রতিদিন খাবার খাওয়ানো উচিত।
সন্ধ্যায় রান্নাঘরে প্রদীপ জ্বালানো হলে দেবী অন্নপূর্ণা খুশি হন।
বছরে অন্তত দুবার দান করুন। এতে কখনওই অর্থের অভাব হবে না।
সপ্তাহে একবার গুড় খাওয়া অশুভ শক্তিকে ঘর থেকে দূরে রাখে।
রুটি বানাতে গেলে প্রথমে চাটুতে দুধ ছিটিয়ে দিন। এরপর রুটি তৈরির পর সবসময় গোমাতাকে দিন।
সন্ধ্যায় বাড়ির মূল প্রবেশদ্বারে সরষের তেলের প্রদীপ জ্বালানো খুব শুভ বলে মনে করা হয়।