
নিজস্ব প্রতিবেদন, কলকাতা, ১৯ জানুয়ারি: বাংলাদেশকে আলটিমেটাম দিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা। আগামী ২১ জানুয়ারির মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয় সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে বাংলাদেশের পরিবর্তে অন্য কোনও দলকে রিপ্লেসমেন্ট হিসাবে বিশ্বকাপ খেলার ছাড়পত্র দেবে জয় শাহ’র বোর্ড।
মুস্তাফিজুর রহমানকে বিসিসিআই-এর গাইডলাইন মেনে আইপিএল থেকে বাদ দেওয়ার পর, ভারতে টি-২০ বিশ্বকাপ বয়কটের ডাক দেয় রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত বাংলাদেশ। নানান ভাবে চাপ তৈরি করার চেষ্টা করা আইসিটির উপর যাতে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে গিয়ে এই বিশ্বকাপ খেলতে না হয়। আইসিসির প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকের পরেও কোন রফাসূত্র বের হয় না। শেষ পর্যন্ত প্রবল চাপের মুখে পড়ে বাংলাদেশ কিছুটা সুর বদল করে। তারা জানায়, তাদের ম্যাচগুলি এত শ্রীলঙ্কায় দেওয়া হয়। ভারতে খেলতে না আসার কারণ হিসেবে দেখানো হয়েছিল খেলোয়াড় এবং সমর্থকদের নিরাপত্তাহীনতা।
গত শনিবার আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “বিসিবি আইসিসিকে অনুরোধ করেছে, বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়া হোক। ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের সুরক্ষা নিয়ে বোর্ড উদ্বিগ্ন। বিসিবি’র প্রস্তাব, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখা হোক। শ্রীলঙ্কায় সব ম্যাচ হলে ক্রিকেটের সরঞ্জাম নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে।” যদিও কোনও লাভ এতে হয়নি। এই প্রসঙ্গে আইসিসি’র এক কর্তা বলেছেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বিসিবি’কে। যদি তারা ভারতে আসতে অনিহা প্রকাশ করে তা হলে বিকল্প দলের মধ্যে দিয়ে তাদের রিপ্লেস করা হবে।” অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে মুস্তাফিজুর রহমানের দেশ। সেই জায়গায় বর্তমান ক্রমাতালিকার অবস্থানের ভিত্তিতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারে স্কটল্যান্ড।



