কী ভাবে সঠিক পদ্ধতিতে জীবন কাটাতে হয়, তাই গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ। ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দিয়েছেন বিষ্ণুর দশ অবতারের অন্যতম শ্রীকৃষ্ণ। আমাদের জীবদ্দশা ও মৃত্যু পরবর্তী অবস্থাতেও উপযোগী গীতার উপদেশ।
গীতার কয়েকটি অমূল্য উপদেশ
* গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে শুধু টাকা থাকলেই কোনও মানুষ ধনী হতে পারেন না। সত্যিকারের ধনী তিনি, যাঁর চিন্তাভাবনা ভাল, ব্যবহার মধুর ও যিনি সুন্দর মনের অধিকারী।
* গীতায় আরও বলা হয়েছে, ‘এত দুর্বল হয়ো না, যে তোমাকে কেউ ভেঙে ফেলতে পারে। বরং এতটাই শক্ত হও, যাতে তোমাকে কেউ ভাঙতে এসে নিজেই টুকরো টুকরো হয়ে যায়।’
* শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে জীবনে দুটি কাজ কখনোই করতে নেই। প্রথম, কোনও ভুল মানুষকে ভালোবাসা এবং দ্বিতীয় হল, কোনও ভালো মানুষকে প্রতারণা করা।
* গীতায় বলা হয়েছে, ‘শুধু লোককে দেখানোর জন্য ভালো হোয়ো না। ঈশ্বর জানেন যে এই ভালত্ব তোমার ভেতর থেকে আসছে, না শুধুই বাইরের খোলস।’
* শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ‘খুব রাগ হলেও নিজের ধৈর্য্য হারিও না। তাহলেই অন্তত ১০০টা খারাপ দিন থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে।’
* গীতার বাণী অনুসারে জয় ও পরাজয় আমাদের চিন্তাভাবনার উপরেই নির্ভর করে।
* গীতায় শ্রীকৃষ্ণ পরামর্শ দিয়েছেন যে কোনও মানুষকে ভালো ভাবে না জেনে অন্যের কথা শুনে তাঁর সম্পর্কে কখনও কোনও ধারণা করে নেবেন না।