বর্তমান যুগে দাঁড়িয়ে মোবাইল আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। এখন শুধু মাত্র কথা বলা নয়, পড়াশোনা, টাকা লেনদেন, বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে মুঠোফোন। না না গুরুত্বপূর্ণ কাজও এখন মোবাইলের মাধ্যমে অনেকে করে থাকেন। কিন্তু প্রায়ই যে সমস্যা দেখা দেয় তা হল হঠাৎ ফোন হ্যাং হয়ে যাওয়া। কোনও গুরুত্বপূর্ণ কাজ করার সময় ফোন হ্যাং হয়ে গেলে বেজায় সমস্যার মুখে পড়তে হয়। তাহলে আজ জেনে নিন ফোন হ্যাং হওয়া থেকে আপনি বাঁচাবেন কীভাবে-
- স্মার্টফোন হ্যাং হওয়ার অন্যতম প্রধান কারণ হল র্যাম কম থাকা। ফোনে অ্যাপ এবং ফাইলের সংখ্যা বেশি থাকালে র্যাম ধীর গতিতে কাজ করতে থাকে। যার ফলে ফোন হ্যাং হতে শুরু করে।
- ফোনের সেটিংসে গিয়ে ক্যাশে ফাইলগুলো পরিষ্কার করতে থাকুন। এই ক্যাশ মেমরি থাকলে স্মার্টফোনের কাজের গতি কমে যায়।
- একই সময়ে একাধিক অ্যাপ ব্যবহার করা উচিৎ নয়। এতে ফোনে চাপ পড়ে। ওভারলোডের ক্ষেত্রে ফোন হ্যাং হয়ে যায়। এই ক্ষেত্রে একবারে একটি মাত্র অ্যাপ ব্যবহার করুন। ব্যাকগ্রাউন্ডে খোলা যেকোন অ্যাপস সরান। জরুরী প্রয়োজনে সর্বাধিক ২-৩টি অ্যাপ ব্যবহার করুন।
- একই সময়ে ফোন হ্যাং হয়ে গেলে রিবুটও করা যেতে পারে। এটি ফোনের কার্যকারিতাকে সতেজ করে।