আর মাত্র একমাসের অপেক্ষা। তারপরেই দুর্গাপুজো। আর সকল মানুষই অপেক্ষা করে থাকেন এই চারটি দিনের জন‌্য। আর পুজো মানেই চারদিন চার ধরনের পোশাকের সঙ্গে মানানসই গয়না পরে থাকনে সকলেই। তবে আজকাল কার দিনে নয়া ফ্যাশনে গা ভাসাননি এমন মানুষ বোধয় নেই বললেই চলে। নিজেকে সাজিয়ে তুলতে কে না চান। বিশেষ করে শাড়ি হোক বা কুর্তির সঙ্গে মানানসই অক্সিডাইনের জিনিস পড়তেই বেশি পছন্দ করে থাকেন সকলেই।

তার জন্যই গড়িয়াহাট হোক বা হাতিবাগনই ভরসা। তবে সোনার জিনিসই যেমন রং উঠে গেলে পার্লিশ করতে হয় কিন্তু এই সমস্ত গয়নার জেল্লা চলে গেলে কী ফেলে দেবেন। তা নয়, তাই জেল্লা ফেরাতে মেনে চলুন এই নিয়ম।

১) গয়না খোলার সময়ে পরিষ্কার করে রাখুন:

কোথাও থেকে গয়না খুলে ড্রেসিং টেবিলে রেখে দেবেন না। কারণ ঘামে থাকা নুন অক্সিডাইজ়ড গয়নার সঙ্গে বিক্রিয়া করে রং কালো করে দেয়। তাই বাড়ি ফিরে আগে গয়না গুলিকে মুছে তুলে রাখুন।

২) সাজের বাক্সে রাখুন:

ভুলেও এই ধরনের জিনিস খোলা জায়গায় রাখবেন না। এতে নষ্ট হয়ে যায় বেশি।

৩) সব শেষে গয়না পরুন:

কারণ এই সমস্ত গয়নার ধরনের উপর ভুলেও কোনও পারফিউম, ডিও ব্যবহার করবেন না। কারণ এই ডিওতে থাকে রাসয়নিক। যে কারণে এর জেল্লা নষ্ট হয়ে যায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here