ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনার জন্যই আমাদের দেশ বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পায়। এই রক্ষা করতে গিয়ে অনেক সেনাকে নিজের প্রাণ হারাতে হয়। অনেকের মনেই প্রশ্ন থাকে যে সেনারা এই যে প্রাণের ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করেন তার বদলে তারা কতো বেতন পান?
আর্মিতে সৈনিক থেকে শুরু করে জার্নাল পর্যন্ত সবার বেতন “সেভেন্থ পে কমিশনের” অধীনে দেওয়া হয় এবং অন্যান্য সুবিধা গুলিও এই অনুযায়ী প্রদান করা হয়। ইন্ডিয়ান আর্মিতে মোট ১৭ টি পদ হয় এবং এই ১৭ টি পদের বেতন আলাদা আলাদা হয়। সবচেয়ে নিচু পদ হয় সৈনিকদের। এদেরই শত্রুদের সাথে লড়ার জন্য পাঠানো হয়। এখানে সৈনিকদের দুটি ভাগ থাকে X ও Y।
X সৈনিকদের ৫২০০-২০২২০+১৪০০+২০০০+DA দেওয়া হয়। অর্থাৎ X সৈনিকের মোট বেতন হলো ২৬৯০০ টাকা। Y সৈনিকদের ৫২০০+২০২০০+২০০০+২০০০+DA দেওয়া হয়। অর্থাৎ মোট ২৭১০০ টাকা। এছাড়া অন্যান্য সুবিধাগুলি উভয়ে X ও Y দের জন্য একই থাকে। সুবিধা গুলি হলো- আজীবন পেনশন, ৬০ দিনের বার্ষিক ছুটি, ২০ দিনের নৈমিত্তিক ছুটি, আগের বেতনের ভিত্তিতে সর্বোচ্চ ৩০০ দিনের ছুটির বদলে ভর্তুকিও থাকে এবং পড়াশোনার জন্য দুই বছরের ছুটি সুবিধা দেওয়া হয়। শুধু তাই নয়, আইএমএ, এমসিটিই, এমসিএমই, সিএমই এবং ওটিএ-তে ক্যাডেট ট্রেনিং উইংয়ে প্রতি মাসে নিশ্চিত ২১ হাজার টাকা বেতন দেওয়া হয়।
এছাড়া ভারতীয় সেনাবাহিনীর বিমান ভ্রমণ, রেল ভ্রমণ এবং বাস ভ্রমণের খরচ সরকার বহন করে। এছাড়া মিলিটারি হাসপাতালে সৈনিক ও তার পরিবার ফ্রি চিকিৎসা পেতে পারে।