আশ্বিন বা কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় ভ্রাতৃদ্বিতীয়া। এই দিন দাদা বা ভাইয়ের কপালে দই-চন্দনের ফোঁটা দিয়ে তাঁর শুভকামনা করেন বোন বা দিদি।

এ বছর ভাইফোঁটা কবে পড়ছে? আর কতক্ষণ থাকবে এই তিথি? জেনে নিন ভাইফোঁটার তারিখ। ভাইফোঁটার তারিখ, ৩ নভেম্বর, ২০২৪। দিনটি রবিবার। তিলকের সময় ১৩:১০:২৭ থেকে ১৫:২২:১৮। স্থিতিকাল: ২ ঘণ্টা ১১ মিনিট।

ভাইফোঁটার মন্ত্র ভুলে যাননি তো? ভাইফোঁটার মন্ত্র ফের একবার ঝালিয়ে নিচেই পারেন। ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, ফোঁটা যেন নড়ে না, ভাই যেন মরে না।’

২০২৪ সালের ভাইফোঁটা রবিবার। ২০২৪ সালে ৩ নভেম্বর পড়ছে ভাইফোঁটার তিথি। তবে সরকারি ছুটির তালিকায় সোমবার ৪ নভেম্বর। তবে ভাইফোঁটার তিথি ৩ নভেম্বর শুরু হচ্ছে। ৩ নভেম্বর ২০২৪ সালে দুপুর ১:১০ মিনিট থেকে ৩:২২ মিনিট পর্যন্ত ফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here