আমরা শাড়ি বা কুর্তি যাই পরি না কেন তার সঙ্গে মানানসই টিপ পরে থাকি। আপনি যতই মেকআপ করুন না কেন তার সঙ্গে টিপ না পরলে সাজটা একেবারে অসম্পূর্ণ থেকে যায়। তবে জানেন কি, টিপ পরলে স্বাস্থ্যও ভাল থাকে? শুনে চমকে উঠলেন কিন্তু এটাই সত্যি। টিপ পরলে মেয়েরা অনেক শারীরিক ও মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কারণ কপালে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্নায়ু-বিন্দু রয়েছে। টিপ পরার সময়ে সেই স্থানে আঙুল দিয়ে হালকা চাপ প্রয়োগ করতে হয়। ফলে স্নায়ুগুলি আরও সচল হয়।
কী কী উপকার মেলে জানেন
১) যাঁরা নিয়মিত মাথা ব্যথায় ভোগেন, তাঁরা অবশ্যই টিপ পরে থাকুন। তাহলে সমস্যা দূর হবে।
২) নিয়মিত টিপ পরলে মুখের পেশি মজবুত হয়। শুধু তা-ই নয়, নিয়মিত টিপ পরলে বলিরেখাও ঠেকানো সম্ভব।
৩) নিয়মিত টিপ পরলে মানসিক চাপ দূর হয়। যাঁরা নিয়মিত অনিন্দ্রায় ভোগেন, তাঁরা টিপ পরুন। সমস্যা দূর হবে।