প্রতি মঙ্গলবার হনুমানজির বার হিসেবে ধরা হয়। প্রতি সপ্তাহে মঙ্গলবার বজরংবলীর পুজা করা হয়ে থাকে। এই দিন প্রায় সকল ভক্তই নিরামিষ খাবার খান, সেই সঙ্গে হনুমানজিকে লাড্ডু নিবেদন করেন। বজরংবলীকে জবা ফুলের মালা ও কমলা সিঁন্দুর নিবেদন করা হয়, এ ছাড়া হিন্দুমতে আর কী কী নিয়ম মানা হয় এই পুজোতে দেখে নিন।

দেখে নেওয়া যাক মঙ্গলবার আমিষ খাবার খেলে কী কী অমঙ্গল হতে পারে—

১) মঙ্গলবার আমরা হনুমানজির পুজো করি। অনেকেই মনে করেন হনুমানজির পুজো করার পর আমিষ খেলে জীবনে সঙ্কট আরও বৃদ্ধি পেতে পারে।

২)  হনুমানজির কৃপা যে বাড়িতে থাকে সেখানে কোনওদিন অর্থকষ্ট দেখা যায়না। সংসার সব সময়ে সুমৃদ্ধিতে ভরে থাকে।

৪) প্রত্যেক মঙ্গলবার কমলা সিঁদুর, লাল মিষ্টি, জুঁই ফুলের তেল এবং তুলসীর মালা সহকারে হনুমানজির পুজো করলে খুব ভাল ফল পাওয়া যায়। বিশেষ করে তুলসীর মালা হনুমানজির খুবই প্রিয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here