চুলের যত্নে আমরা কত কিছু করে থাকি। শ্যাম্পু করে ভেজা চুলে কন্ডিশনার মাখার চলও খুব পুরনো নয়। সেই তালিকায় এখন তো আবার সিরাম যোগ হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, সিরামের অনেক কাজ রয়েছে। আর্দ্রতা বজায় রাখা, রুক্ষ চুল বশে রাখা, চুলের ডগা ফাটার মতো সমস্যা দূর করতে সাহায্য করে সিরাম।
সকলেই কি চুলে সিরাম মাখতে পারেন
যে কোনও ধরনের চুলেই সিরাম ব্যবহার করা যায়। তবে চুলের জট ছাড়ানোর সিরাম কিন্তু মাথার ত্বকে মাখা যায় না। যদিও চুল যদি অতিরিক্ত তৈলাক্ত হয়, সে ক্ষেত্রে রোজ সিরাম না মাখলেও চলে।
কী ভাবে ব্যবহার করবেন হেয়ার সিরাম
শ্যাম্পু, কন্ডিশনার মাখার পর চুলে কিছু ক্ষণ তোয়ালে জড়িয়ে রাখুন। এ বার হাতে কয়েক ফোঁটা সিরাম নিন। দু’হাতের তালুতে ভাল করে ঘষে নিয়ে চুলে ভাল করে সিরাম মেখে নিন।