শীতে চুল একটু বেশি পড়ে। কিন্তু চুল কেন পড়ছে তা খতিয়ে দেখেন কি? চর্মরোগ চিকিৎসকেরা বলছেন, বাহ্যিক তো বটেই, শারীরিক নানা কারণেও চুল পড়ার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। যেমন মাথার ত্বকে প্রদাহজনিত বা ছত্রাকঘটিত সমস্যা হলে চুল পড়ে। কেশসজ্জা শিল্পীরা বলছেন, নিম তেলের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যেগুলি চুলের অনেক সমস্যাই দূর করতে পারে।

মাথার ত্বকে নিম তেল মাখলে কী উপকার হয়?

১) নিম তেল মাথার ত্বকে প্রদাহজনিত সমস্যা দূর করে। খুশকি কিংবা স্ক্যাল্পে র‌্যাশ, ব্রণের উপদ্রবও কমাতে পারে।

২) মাথার ত্বকে ছত্রাকঘটিত সংক্রমণ হলে চুল পড়ার পরিমাণ বেড়ে যায়। নিম তেলের অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান এই ধরনের সমস্যাও নিয়ন্ত্রণে রাখে।

৩) চুলের স্বাস্থ্য ভাল রাখতে গেলে স্ক্যাল্পের যত্ন নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে মাথার ত্বক খুব তেলতেলে বা শুষ্ক, কোনওটিই ভাল নয়। মাথার ত্বকে সেবাম ক্ষরণ নিয়ন্ত্রণে রাখতে পারে নিম তেল।

কী ভাবে মাখবেন?

১) ছোট একটি পাত্রে ২-৩ টেবিল চামচ নিম তেল নিন। তার সঙ্গে আরও ৩-৪ টেবিল চামচ নারকেল বা অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন।

২) এ বার হালকা গরম করে ওই তেল সিঁথি ভাগ করে, মাথার তালুতে মেখে নিতে হবে। আঙুলের ডগা দিয়ে হালকা করে মাসাজ করে নিন মিনিট দশেক।

৩) দু’-এক ঘণ্টা রেখে তার পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দু’-তিন বার চুলে এই ভাবে নিমার তেল মাখলে সমস্যার সমাধান হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here