
ভারতের এই তিন গ্রামের ছেলেরা নিজের বিয়েতে যায় ন
ভারতীয় সংস্কৃতিতে বিয়ে মানে বর-কনেই উপলক্ষ। সচরাচর সব জাতি-ধর্মেই বর আগে বরযাত্রী নিয়ে কনের বাড়িতে আসে বিয়ে করতে। কিন্তু গুজরাটের কিছু গ্রামে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো, এখানে বর নিজের বিয়েতেই যায় না।
গুজরাটের তিনটি আদিবাসী গ্রাম সুরখেদা, সনদা এবং আম্বাল গ্রামের গ্রামদেবতারা অবিবাহিত। তাই বর নিজের বিয়েতে না গিয়ে তাঁদের সম্মান দেখায়। কথিত আছে যে বরেরা যদি বরযাত্রীর সঙ্গে না যায় তাহলে তারা সুখী দাম্পত্য জীবন যাপন করে।
বাড়ির বউকে নিয়ে আসতে বরের বোন যায়। সিঁথিতে সিঁদুর পরিয়ে সেই নিয়ে আসে। এদিকে বর মায়ের সঙ্গে ঘরে বসে নববধূর আসার জন্য প্রতীক্ষা করে। বরের বোন না থাকলে পরিবারের যে কোনও অবিবাহিত মেয়ে এই আচার পালন করে। সিঁদুরদানের পাশাপাশি বোনই বিয়ের সময়ের কর্তব্য পালন করে।
স্থানীয় লোকেরা বিশ্বাস করে যে যখনই এই ঐতিহ্য অনুসরণ করা হয় না, তখনই গ্রাম এবং সেই পরিবারের সঙ্গে খারাপ ঘটনা ঘটে।