আপনারা অনেকেই রাস্তায় যাতায়াত করার সময় টাকা-পয়সা কুড়িয়ে পান। তবে এমন অবস্থায় টাকা কী করবেন বুঝতে পারেন না। অনেকেই টাকা তুলে নেন আবার কেউ কেউ দ্বি্ধাগ্রস্থ হয়ে তা রাস্তায় ফেলে রাখেন। জ্যোতিষশাস্ত্র মতে, রাস্তায় টাকা পাওয়ার কিছু বিশেষ অর্থ বহন করে।
রাস্তায় টাকা পাওয়ার অর্থ কী?
১) আকস্মিক অর্থযোগ বিশিষ্ট এই ধরনের ব্যক্তিরা সবসময় সুখী হন। মনে করা হয়, যদি কোনও ব্যক্তি রাস্তায় পড়ে থাকা নোট পান তবে এটি একটি লক্ষণ যে সেই ব্যক্তির উপর মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ রয়েছে। এই ধরনের ব্যক্তিরা জীবনে কখনওই কোনও রকমের সমস্যার সম্মুখীন হন না এবং সব সময় খুশি থাকেন।
২) যদি কোনও ব্যক্তি কাজ থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় টাকা পড়ে থাকতে দেখেন তবে এটি একটি ইঙ্গিত দেয় যে আপনি অদূর ভবিষ্যতে আর্থিক সুবিধা পেতে চলেছেন।
৩) জ্যোতিষশাস্ত্র অনুসারে, যদি আপনি রাস্তায় পড়ে থাকা নোট খুঁজে পান, তবে আপনি রিয়েল এস্টেটে অর্থ বিনিয়োগ করতে পারবেন। এতে আপনারা লাভবান হবেন।
৪) হঠাৎ চলার পথে টাকা পয়সা কুড়িয়ে পেলে কোনও ভাবেই তা দান করবেন না। মা লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ সেই টাকাটি নিজের কাছে রেখে দিন। সেই টাকা গঙ্গাজলে ধুয়ে ঠাকুরের আসনে রেখে দিন।