ফের নামল হলুদ ধাতুর দর। বুধবার ২৭ নভেম্বর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম নেমে এসেছে ৭৫ হাজারে। অন্য দিকে গহনা সোনার লেনদেন চলছে ৭২ হাজার টাকায়। হলুদ ধাতুর মূলত তিনটি ক্যাটেগরি রয়েছে। সোনার বার বা মুদ্রা তৈরিতে ব্যবহার করা হয় ২৪ ক্যারটের হলুদ ধাতু। এর মধ্যে ২৪ ক্যারেটকে সবচেয়ে বিশুদ্ধ বলে ধরা হয়। এ দিন ১০ গ্রাম পাকা সোনার দাম ৭৫ হাজার ৯০০ টাকায় নেমে এসেছে।
অলঙ্কার নির্মাণে মূলত ব্যবহৃত হয় ২২ ক্যারেট সোনা। এ দিন কলকাতায় হলমার্ক যুক্ত এই ক্যাটেগরির হলুদ ধাতু বিক্রি হচ্ছে ৭২ হাজার ১৫০ টাকা/১০ গ্রাম দরে। তবে শহর ভেদে এই দামের মধ্যে পার্থক্য রয়েছে।
দেশের বাকি তিন মেট্রো শহরের মধ্যে দিল্লিতেই হলমার্ক যুক্ত হলুদ ধাতুর বিক্রি হচ্ছে ৭০ হাজার ৯৪০ টাকায়। মুম্বই এবং চেন্নাইতে দামের কোনও হেরফের নেই। এই তিন শহরে হলমার্ক সোনা কিনতে প্রতি ১০ গ্রামের জন্য খরচ হবে ৭০ হাজার ৭৯০ টাকা।