২০২৫-২৬ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবার অর্থমন্ত্রীর বাজেটে জায়গা পেল গিগ কর্মীরাও। ই-শ্রম পোর্টালে দেশের ১ কোটি গিগ কর্মীদের রেজিস্ট্রেশন করানো হবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে তাদের সকলকে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতাভূক্তও করা হবে। শুধু তাই নয়, গিগ কর্মীরা পাবেন স্বাস্থ্যবিমাও।
এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান সমস্ত গিগ কর্মীদের আইডেন্টিটি কার্ড দেওয়া হবে এবং ই-শ্রম পোর্টালের অধীনে রেজিস্ট্রেসশন করানো হবে তাদের। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় স্বাস্থ্যবিমাও দেওয়া হবে এই কর্মীদের। এই উদ্যোগের মাধ্যমে দেশের মোট ১ কোটি গিগ কর্মী উপকৃত হবেন।
কুইক কমার্স অ্যাপ যেমন জেপ্টো, ব্লিঙ্কইট, সুইগি, জোমাটো, ইন্সটামার্টের মত জায়গায় এখন ডেলিভারির কাজ করেন বহু মানুষ, তারাই মূলত গিগ কর্মী।২০২৪ সাল পর্যন্ত ভারতে ২০ মিলিয়ন গিগ কর্মী ছিল, ২০২১ সালে এই সংখ্যাটি ছিল ৭.৭ মিলিয়ন। গিগ কর্মীরা একটি সংস্থায় কাজ করলেও তাদের কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের পরিষেবা নেই। যদিও কয়েক বছর আগে থেকে সুইগি এবং জোমাটোর মত সংস্থা কর্মীদের জন্য বিমার সুবিধে চালু করেছে।
২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে বলা হয়েছে গিগ কর্মীদের মতো অসংগঠিত ক্ষেত্রের কর্মীরাও ব্যাঙ্ক থেকে এবার বেশি অঙ্কের ঋণ পেতে পারেন। ৩০ হাজার টাকার সীমা সহ ইউপিআই লিঙ্কড ক্রেডিট কার্ড দেওয়া হবে তাদের।