ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে রোজ-ডে। এই বিশেষ দিনে গোলাপ নয়, এবারে ফুল সমেত গোলাপের চারা নিবেদন করুন নিজের প্রেমিকাকে। এক্ষেত্রে দিতে পারেন হাজারি গোলাপ বা বোতাম গোলাপের চারা। সারা বছরই ফুল দেবে সে।
রোজ ডে তে প্রেমিকাকে উপহার দিন টব সমেত বোতাম গোলাপের চারা। এই ফুলটি দেখতে ছোটো একটি বোতামের মতো। মাত্র ১০০ টাকায় পাবেন এই বোতাম গোলাপের চারা। এ গোলাপের আর একটি বৈশিষ্ট্য হল এ গোলাপের একটি গাছে হাজারেরও বেশি ফুল পেয়ে যাবেন।
ফুলটি দেখতে ছোটো একটি বোতামের মতো। মাত্র ১০০ টাকায় পাবেন এই বোতাম গোলাপের চারা। এ গোলাপের আর একটি বৈশিষ্ট্য হল এ গোলাপের একটি গাছে হাজারেরও বেশি ফুল পেয়ে যাবেন।