প্রত্যেক মানুষের জীবনেই কিছু না কিছু দোষ থাকে। এই দোষের কারণে মানুষকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কখনও আর্থিক ক্ষতি, কখনও বা শারীরিক ক্ষতি হতেই থাকে। তাই এসব ত্রুটি থেকে মুক্তি পেতে বাস্তুশাস্ত্রে কিছু প্রতিকারের পরামর্শ দেওয়া হয়েছে। যা করলে সকল প্রকার দোষ থেকে মুক্তি পাওয়া যায়

দোষ থেকে পরিত্রাণ পেতে, কুকুরকে প্রতিদিন খাওয়ানো উচিত। পুরাণে কুকুরকে ভৈরবের বাহন বলা হয়েছে। তাই প্রতিদিন আপনার রুটি দিলে তা আপনাকে দুর্ঘটনা থেকে রক্ষা করে।

গৃহে প্রতিদিনের কলহ-বিবাদ বাড়ির শান্তি নষ্ট করে যা ভবিষ্যতেও বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। গৃহস্থালির অশান্তি এড়াতে মাছকে খাওয়ানো খুবই শুভ বলে মনে করা হয়। মাছকে খাওয়ালে দোষ থেকে মুক্তি পাওয়া যায়।

দোষ থেকে মুক্তি পাওয়ার সহজ সমাধান হল পাখিদের জল খাওয়ানো। আপনি আপনার ছাদে পাখিদের জন্য জল রাখতে পারেন।

হিন্দু ধর্মে গরুকে পূজনীয় মনে করা হয়। কথিত আছে, গরুতে ৩৩ কোটি দেব-দেবীর অধিবাস। অতএব, গরুকে খাওয়ালে সর্বদা তৃপ্তি এবং ঘরে সবসময় মনোরম পরিবেশ বিরাজ করে

দোষত্রুটি থেকে মুক্তি পেতে ধর্মীয় স্থানে জলদান করাও একটি পুণ্যের কাজ। এতে ঘরে কখন অশান্তি হয় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here