
ক্রীড়াপ্রতিনিধি, কলকাতা, ১৮ অক্টোবর: শুক্রবার শহরের একটি পাঁচতারা হোটেলে আসন্ন বেঙ্গল ফুটবল লিগের মুখ হিসাবে ঘোষণা করা হল বিশ্বকাপজয়ী জার্মান অধিনায়ক লুথার ম্যাথিউস-এর নাম। এ দিন সুদূর জার্মানি থেকে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি। যেখানে ভারতীয় ফুটবলের পাশাপাশি বাংলার ফুটবলের উন্নতির জন্য একাধিক উপায় জানিয়েছেন লুথার। সেই সঙ্গে খুব শীঘ্রই কলকাতায় এসে বিএসএল দেখার ইচ্ছাপ্রকাশও করেছেন কিংবদন্তি এই ফুটবলার।
এ দিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ম্যাথাউজ ছাড়াও ছিলেন জার্মানির কনসাল জেনারেল অব ইন্ডিয়া শান্তনু সিনহা, এফসি ইঙ্গলস্ট্যাডটের চিফ এক্সিকিউটিভ অফিসার ডেটমার বেইয়ার্সডরফার, শ্রাচী স্পোর্টস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি, শ্রাচী স্পোর্টস গ্রুপের চেয়ারম্যান তমাল ঘোষ-সহ অন্যান্যরা। ১৯৯০ সালের বিশ্বকাপজয়ী জার্মান কিংবদন্তি এ দিন বলেন, “ভারতীয় ফুটবল সম্পর্কে আমার সেরকম ধারণা নেই। তবে এটুকু জানি ভারত ফুটবল পাগল দেশ। আমি বাংলার ফুটবলের সঙ্গে যুক্ত হতে পেরে গর্ব অনুভব করছি। সেখানকার ফুটবলের সম্পর্কে সম্যক ধারণা নিতে আমি আগামী মাসে (নভেম্বর) কলকাতায় যাব। তারপরে সেখানকার ফুটবলের উন্নতির জন্য যতটা পারি পরামর্শ দেওয়ার চেষ্টা করব।”



