সরকারি চাকরির পরীক্ষা জন্য সাধারণ জ্ঞান বিশেষত কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। তাই যদি সরকারি চাকরির পরীক্ষায় বসার প্রস্তুতি নেবেন বলে ভাবছেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। লিখিত পরীক্ষায় ও ইন্টারভিউতে সাধারণত কী ধরনের প্রশ্ন আসে তার কিছু নমুনা নীচে দেওয়া হল।
প্রশ্ন: কোন দেশে পেট্রোলর মূল্য সবচেয়ে কম?
উত্তর: ভেনেজুয়েলা, এখানে পেট্রোলের মূল্য প্রতি লিটারে ২ টাকা।
প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন?
উত্তর: বি.আর. আম্বেদকর।
প্রশ্ন: অশোক চক্রজয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন?
উত্তর: নীরজা ভানোট।
প্রশ্ন: তাজমহল তৈরি হতে কত বছর লেগেছিল?
উত্তর: প্রায় ২০ বছর।
প্রশ্ন: নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রথম বাঙালি তো বটেই, প্রথম অ-ইউরোপিয়ান ব্যক্তিও ছিলেন তিনি।
প্রশ্ন: গ্লোবাল সিড ভোল্ট (Global Seed Vault) কোন দেশে অবস্থিত?
উত্তর: নরওয়ে।
প্রশ্ন: কেন লোহিত সাগরের জল মাঝেমধ্যে লাল হয়ে যায়?
উত্তর: সমুদ্র কখনো কখনো ট্রাইকোডেসিয়াম ইরিথ্রিয়াম শৈবালের পুষ্পে ভরা থাকে। এগুলি মারা গেলে জল লালচে বাদামী হয়ে যায়।
প্রশ্ন: গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কোন গ্যাসটি?
উত্তর: কার্বন ডাই অক্সাইড, মিথেন, ফ্লোরিনযুক্ত গ্যাস এবং নাইট্রাস অক্সাইড।
প্রশ্ন: কৃত্রিমভাবে ফল পাকাতে কী ব্যবহার করা হয়?
উত্তর: ক্যালসিয়াম কার্বাইড।
প্রশ্ন: পারদ থার্মোমিটারে সর্বোচ্চ কত তাপমাত্রা পরিমাপ করা যেতে পারে?
উত্তর: ৩৬০ ডিগ্রি সেলসিয়াস।
প্রশ্নঃ বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়?
উত্তর: টাংস্টেন ধাতু।
প্রশ্ন: ওজনস্তর আমাদের কী থেকে রক্ষা করে?
উত্তর: অতিবেগুনি রশ্মি।
প্রশ্ন: ভারতের কোন রাজ্যে বিশ্বের দীর্ঘতম বেলে পাথরের গুহা অবস্থিত?
উত্তর: মেঘালয়ের ক্রেম পুরী।
প্রশ্ন: কোন ভারতীয় বিমানবন্দর তার কার্যক্রম চালানোর জন্য শুধুমাত্র সৌরশক্তিকে ব্যবহার করে?
উত্তর: কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর।
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম পেট্রোল পাম্পটি পশ্চিমবঙ্গেই রয়েছে, জানেন কোথায়?
উত্তর: জুবিলী পেট্রোল পাম্প, আসানসোল।