অভিষেকের নামে নকল প্যাড ছাপিয়ে কয়েক কোটি টাকা তোলার অভিযোগ। নিউটাউনের এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল কলকাতার শেক্সপিয়র সরণি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নেতার নাম কৌশিক সরকার। তাঁর বিরুদ্ধে অভিযোগ যে, তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নকল লেটারহেড ছাপিয়েছিলেন। তার পর সেটির জোরে বিভিন্ন জায়গায় সুপারিশ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা তুলতেন।

নিউটাউনের ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ। তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় কৌশিককে। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই রাজ্যের শাসকদলের তরফে দাবি করা হয়েছে, অভিযুক্ত দলের কোনও পদে ছিলেন না। তবে দলের বিভিন্ন কর্মসূচিতে তাঁকে মাঝেমধ্যে দেখা যেত।

এই প্রসঙ্গে রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন, “ওর (কৌশিক) বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছিল। তবে ও দলের কোনও পদে ছিল না। তবে কয়েকটি মিটিং-মিছিলে দেখেছি। আজকাল তো যে কেউ ছবি দেখিয়ে দাবি করতে পারে আমি অমুক দল করতাম।” দল যে এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দেবে না, তা-ও জানিয়েছেন এলাকার স্থানীয় তৃণমূল বিধায়ক তাপস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here