রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। এই সময় বাড়িতে অনেকেই পেঁচার মূর্তি রাখেন। কিন্তু পেঁচার মূর্তি কি আদৌ শুভ? কী বলছে এই বিষয়ে বাস্তুশাস্ত্র।
জ্যোতিষশাস্ত্রমত বলছে, পেঁচার মূর্তি বাড়িতে রাখা শুভ। পেঁচার মূর্তি ঘরে থাকলে সম্পদের অভাব হয় না। তবে এই মূর্তি রাখারও কিছু নিয়ম রয়েছে।
অফিসে পেঁচার মূর্তি রাখলে তা ডেস্কের উত্তর পশ্চিম কোণে রাখা শুভ। সেই দিক থেকেই ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। বাড়িতে পেঁচার মূর্তি রাখলে মূল প্রবেশদ্বারের দিকে রাখতে পারেন। তাতে ঘরে আসা নেতিবাচক শক্তি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে না।
বাড়িতে পিতলের তৈরি পেঁচার মূর্তি রাখা খুবই শুভ বলে মনে করা হয়। পেঁচার মূর্তি দেবী লক্ষ্মীর ছবির সামনে ঠাকুরের বেদীতে প্রতিষ্ঠা করতে চাইলে, শুক্রবার দিনটিকে বেছে নিন। সেদিন বেদীকে গঙ্গাজলে শুদ্ধ করে দেবী লক্ষ্মীর আরাধনা করা উচিত। প্রসাদ হিসাবে কাঁচা নারকেল ও ক্ষীর নিবেদন করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here