সূর্যোদয় দেখার জন্য দার্জিলিঙের টাইগার হিলের খ্যাতি সারা বিশ্বে বন্দিত। তবে  সূর্যোদয়েরই কি সৌন্দর্য্য শুধু রয়েছে, সূর্যাস্তের কি কোনও মূল্য নেই! সূর্যাস্তের সৌন্দর্য্যও হয় মোহিত করার মতো। জেনে নিন কোথায় গেলে পড়ন্ত বিকেলের অস্তমিত সূর্যের রূপসৌন্দর্য আজীবন মনে রয়ে যাবে।

স্যাম স্যান্ড ডিউনস: রাজস্থানের জয়সলমেরে শুটিং হয়েছিল ফেলুদার রহস্য রোমাঞ্চকর ছবি ‘সোনার কেল্লা’র। সেই শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে রয়েছে মরুভূমি। সেখান থেকেই দেখা যায় অস্তমিত সূর্য, যেন লাল টুকটুকে অগ্নিবলয়। সূর্যাস্তের পাশাপাশি জয়সলমেরে পুরনো দুর্গ, হাভেলি-সহ অনেক কিছুই দেখার আছে।

রাধানগর বিচ:  ভারতের অন্যতম সুন্দর সমুদ্রসৈকত আন্দামানের হ্যাভলক দ্বীপের রাধানগর বিচ। সেখানেই পড়ন্ত বিকেলের রূপসৌন্দর্য উপভোগে দূরদূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকেরা। সমুদ্রসৈকতে দৃশ্যমান ঢেউখেলানো পাহাড় সারি। আকাশে হরেক রং ছড়িয়ে সেই পাহাড়ের আড়ালে ডুবে যায় সূর্য। হ্যাভলক থেকে ঘুরে নেওয়া যায় কালাপাথর বিচ, এলিফ্যান্টা বিচ। এখানে স্কুবা ডাইভিংয়ের মতো জলক্রীড়ার ব্যবস্থা রয়েছে।

ভারকালা বিচ:  কেরলের ভারকালা সমুদ্রসৈকত থেকে অস্তমিত সূর্যের সৌন্দর্য উপভোগের স্মৃতি আজীবন মনে রয়ে যাবে। প্রকৃতির অনিন্দ্যসুন্দর রূপে এখানে কয়েকটা দিন একেবারে নিজের মতো কাটিয়ে দেওয়ার পাশপাশি অবশ্যই এখানকার আয়ুর্বেদিক ম্যাসাজের অভিজ্ঞতাও মনে থেকে যাবে। ভারকালা সৈকতে প্যারাগ্লাইডিং করতে পারেন। এখান থেকে বহু পুরনো জনার্দনস্বামী মন্দির, ওদোয়ম বিচ ঘুরে নিতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here