অতিরিক্ত খারাপ আবহাওয়ার জন্য বন্ধ হয়ে গেল শনিবারের কলকাতা লিগের ম্যাচ। যার প্রভাবে ময়দানে বাতিল হল ইমামি ইস্টবেঙ্গল ও পিয়ারলেসের খেলা।
কলকাতা লিগ ঘরের মাঠে ইমামি ইস্টবেঙ্গলের খেলা কথা ছিল পিয়ারলেসের মধ্যে। নির্ধারিত সময়ে দুই দল তাদের প্রথম একাদশও ঘোষণা করে দেয়। কিন্তু অবিরাম বৃষ্টির জন্য খেলা শুরু করাই সম্ভব হল না। প্রচন্ড বৃষ্টি, মন্দ আলো ও বজ্রবিদ্যুতের জন্য নির্দিষ্ট সময়ে শুরু করা যায় নি।
রেফারি ও ম্যাচ কমিশনার ৪০ মিনিট অপেক্ষা করেও আবহাওয়ার পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় ম্যাচটি বাতিল বলে ঘোষিত করেন। এই ম্যাচটি ফের রবিবার দুপুর ১টা থেকে হতে পারে। আইএফএ-র পক্ষ থেকে সরকারিভাবে এখনও জানানো হয়নি। শুক্রবার কাস্টমসকে হারিয়ে গ্রুপ ‘বি’র শীর্ষে উঠে এসেছে ভবানীপুর। পিয়ারলেসের বিরুদ্ধে একটা পয়েন্ট পেলেই গ্রুপ শীর্ষে উঠে আসত ইস্টবেঙ্গল। কিন্তু ম্যাচ না হওয়ায় গ্রুপ শীর্ষে যাওয়া হল না লাল হলুদের। ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানেই থাকল বিনো জর্জের দল। এবার কলকাতা লিগে দুরন্ত ছন্দে আছে লাল হলুদ। গ্রুপ পর্বে দুরন্ত ফুটবল উপহার দিয়েছেন জেসিন, আমনরা। ফলে দীর্ঘদিন পর আবার কলকাতা লিগ জয়ের স্বপ্ন দেখছেন লাল হলুদ সমর্থকরা।
এরআগে কলকাতা লিগে আৱও একাধিক ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে গিয়েছে। কয়েকদিন আগেই বাতিল হয়ে গিয়েছিল মহমেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ। ভারি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায় সাদা-কালো ব্রিগেডের ম্যাচ। নৈহাটিতে খেলা শুরু হলেও বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
সুরুচি সঙ্ঘের বিপক্ষে ম্যাচ ছিল মহমেডান স্পোর্টিং ক্লাবের। সেই ম্যাচে সুরুচি সঙ্ঘ দল এগিয়ে ছিল, কিন্তু প্রবল বৃষ্টির কারণে মাঠে জল জমতে থাকে। এর জেরে খেলা পণ্ড হয়ে যায়, এক্ষেত্রে অবশ্য ম্যাচ পরে এই অবস্থা অর্থাৎ ২-১ ফলে সুরুচি এগিয়ে থাকা অবস্থায় শুরু হবে না রিম্যাচ দেওয়া হবে তা এখনও সিদ্ধান্ত নেয়নি আইএফএ। নিজেদের মাঠে রেলওয়ে এফসি-র বিরুদ্ধে শুক্রবার খেলার কথা ছিল মোহনবাগান এসজির। কিন্ত একইদিনে সিনিয়র দলের ডুরান্ডের ম্যাচ থাকায় সেই ম্যাচ খেলেনি সবুজ মেরুন। সেই ম্যাচ হবে ২৫ অগাস্ট। ম্যাচটি ব্যারাকপুরেই হবে। কলকাতা লিগে একেবারেই ভালো জায়গায় নেই সবুজ মেরুন। তাঁর সুপার সিক্স অনিশ্চিত।