জল্পনায় সিলমোহর। স্থগিত কলকাতা ডার্বি। আপনাদের আগেই জানানো হয়েছিল। আইএসএল-এর ফিরতি ডার্বি হবে না। অবশেষে সেটাই হল। আগামী ১১ জানুয়ারি ডার্বি হওয়ার কথা ছিল, একই সময়ে গঙ্গাসাগর মেলাও রয়েছে। প্রতি বছর এই মেলায় প্রচুর পুণ্যার্থীরা ভিড় জমান। তাই তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রচুর পুলিশ প্রয়োজন, এই বিষয়টি মাথায় রেখেই ইস্ট-মোহন ম্যাচ আপাতত স্থগিত করে দেওয়া হল। সোমবার নবমহাকরনে সাংবাদিক সম্মেলন করে সরকারিভাবে এই ঘোষণা করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
আইএসএলের ফিরতি ডার্বি আয়োজন করা নিয়ে বেশ খানিকটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছিল রাজ্যের পুলিশ প্রশাসনকে। কলকাতা ডার্বির সময় ময়দানের পরিবেশ একটু অন্যরকম থাকে। তার উপর গঙ্গাসাগর মেলায় আসা পুণ্যার্থীদের সুরক্ষা দিতে হলে প্রচুর পরিমাণে পুলিশ প্রয়োজন। শহরের একাধিক জায়গায় এত পরিমাণে পুলিশ মোতায়েন করা প্রশাসনের পক্ষে সম্ভব নয়। এ দিন সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী বলেন, “গঙ্গাসাগর মেলায় প্রচুর পুণ্যার্থী আসবেন। ডার্বির থেকেও ওটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই ডার্বির ২৫ দিন আগেই আয়োজক মোহনবাগান ক্লাবকে আমরা জানিয়ে দিয়েছিলাম যে আমাদের পক্ষে এই ম্যাচে পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।”
আসলে জানুয়ারি মাসের ৮ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। যে কারণে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। এই মেলায় প্রচুর মানুষ একত্রিত হবেন। তার উপর বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যে কারণে সোমবার প্রশাসনের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, পূণ্যার্থীদের সুরক্ষার জন্য ১৩ হাজার পুলিশ মোতায়েন থাকবে গঙ্গাসাগরে। বাবুঘাট যেহেতু ট্রানজিট পয়েন্ট, তাই সেখানেও কড়া নজরদারি চলবে। তাই এ সবের মধ্যে ডার্বির জন্য শহরের আর এক প্রান্তে পুলিশ মোতায়েন করা সম্ভব হবে না প্রশাসনের পক্ষে।