জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল। চেন্নাইয়িন এফসি’র ঘরের মাঠে ২-০ গোলে জয় পেল অস্কার ব্রুজো’র দল। এই সুবাদে পরপর দুই ম্যাচ জিতে ৯ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে নিল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব। অন্যদিকে ১১ ম্যাচ খেলা চেন্নাইয়ের পয়েন্ট দাঁড়াল ১২।

লিগ টেবলের একেবারে নিচের দিকে থাকায় বেশ কিছু দিন ধরেই ইস্টবেঙ্গলের খারাপ পারফরম্যান্স নিয়ে চর্চা হচ্ছিল। চেন্নাইকে হারিয়ে সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি লিগে লাস্টবয়ের তকমা ঘোঁচাল ইস্টবেঙ্গল। এ দিন প্রথমার্ধে গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে দুটি গোল করে লাল-হলুদ দল। ৫৪ মিনিটে বিষ্ণু এবং ৮৪ মিনিটে জিকসনের করা গোলের সৌজন্যে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here