বাড়িতে দেব-দেবীর আশীর্বাদ যাতে থাকে এবং পুজোর পূর্ণ সুফল পেতে হয়, সেই জন্য পূজা ঘরে বাস্তু নিয়ম মেনে চলা জরুরি। ভুল পথে করা ইবাদত থেকে সুফল পাওয়ার পরিবর্তে সমস্যায় পড়তে হতে পারে। বাস্তু অনুসারে, আপনার ঠাকুরঘরটি এমন হওয়া উচিৎ যাতে সেটি বাড়িতে প্রচুর পরিমাণে ইতিবাচক শক্তি সঞ্চার করতে পারে। বাস্তুতে, প্রতিটি দেবতার একটি নির্দিষ্ট দিকের উল্লেখ করা হয়েছে।
প্রতিটি দিকের নিজস্ব দেবতা রয়েছে যিনি সেই দিকটিকে প্রতিনিধিত্ব করেন। যেমন হনুমানজির দক্ষিণ দিকে, গণেশ, লক্ষ্মী ও কুবেরের উত্তর দিকে এবং সমগ্র শিব পরিবার এবং রাধা-কৃষ্ণের উত্তর-পূর্ব দিকে পুজো করা ভাল।
শ্রী রাম দরবার, ভগবান বিষ্ণু ও সূর্যের পূর্ব দিকে পুজো করলে পরিবারে সৌভাগ্য বৃদ্ধি পায়। পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে বিদ্যা দানকারী দেবী সরস্বতীর পুজো করলে জ্ঞান বৃদ্ধি পায়।
ঠাকুরঘর কেমন রাখবেন
সকাল-সন্ধ্যা নিয়মিত প্রদীপ জ্বালাতে হবে এবং পুজোর স্থানে একটি শঙ্খ রাখতে হবে। এতে করে নেতিবাচক শক্তি দূর হবে এবং পরিবারে সুখ ও সম্প্রীতির পরিবেশ তৈরি হবে। পুজোর ঘরে কখনই শুকনো ফুল রাখবেন না, এটিকে বাস্তুতে শুভ বলে মনে করা হয় না। পুজোর ঘরে হালকা সবুজ, হলুদ, বেগুনি বা ক্রিম যে কোনও ধরনের সাত্ত্বিক রঙ ব্যবহার করলে মনে শান্তি আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here