দীপাবলি উৎসব কিন্তু শুরু হয়ে যায় ধনতেরাস থেকে। যা চলে ভাইফোঁটা পর্যন্ত। কার্তিক অমাবস্যার রাতেই মা লক্ষ্মীর পুজোর আয়োজন করেন সকলে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সমুদ্রমন্থন থেকে দেবী লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন বলে এই বিশেষ দিনে মা লক্ষ্মীর পুজো করা হয়।

চলতি বছর দীপাবলি পালিত হবে ৩১ অক্টোবর। যদি আপনি দোকানে বা অফিসে মা লক্ষ্মীর পুজো করেন, তাহলে এই শুভ সময় করবেন। এতে আপনার আর্থিক দিকেও খুব লাভ হবে। জীবনে আসবে সফলতাও।

৩১ অক্টোবর দীপাবলি উদযাপন করবেন সকলে। ৩১ অক্টোবর আপনারা দীপাবলির পুজো করতে পারেন। আবার পয়লা নভেম্বরও পুজো করতে পারবেন। কারণ সেদিন সকালেও কিন্তু শুভ সময় থাকছে। দোকান, কারখানাতে দীপাবলির পুজো করার শুভ সময় সম্পর্কে জানুন।

মা লক্ষ্মী পুজো করতে কী কী সামগ্রী লাগবে, দেখে নিন  

কুমকুম, অষ্টগন্ধা, মৌলি, লাল কাপড়, চন্দন, লক্ষ্মী-গণেশের মূর্তি বা ছবি, পান, সুতো, দূর্বা, কর্পূর, সুপারি, পঞ্চামৃত, হলুদ, নারকেল, গঙ্গাজল, পদ্ম ফুল, তুলা, ধূপকাঠি, বাতি, লাল সুতো, বাতাসা, ফল, ফুল, কলসি, আমপাতা, দক্ষিণা, ধূপ, দুটি বড় প্রদীপ, গম।

জেনে নিন, পুজোর শুভ সময়

কার্তিক অমাবস্যার তারিখ শুরু হয় ৩১ অক্টোবর বিকেল ৩ টে ৫২ মিনিট থেকে, যা চলবে পয়লা নভেম্বর সন্ধ্যা ৬ টা ১৬ মিনিট পর্যন্ত। শুভ সময় সকাল ৬ টা ৩৩ মিনিট থেকে ১০ টা ৪২ মিনিট পর্যন্ত। লক্ষ্মী পুজোর সময় বিকেল ৫ টা ৩৬ মিনিট থেকে, যা শেষ হবে ৬ টা ১৬ মিনিটে।

এদিন কোন কোন জিনিস মেনে চলবেন

ঘিয়ের প্রদীপ জ্বালাবেন

দীপাবলিতে দেবী লক্ষ্মীর সামনে ঘি ও তেলের প্রদীপ জ্বালাবেন। অবশ্যই আপনার বাম হাতে প্রদীপ জ্বালাবেন। তারপর ডান হাতে প্রদীপ রাখবেন।

আলো, ফুল দিয়ে সাজান

দীপাবলের দিন অফিস, দোকানে যখন পুজো করবেন তখন অবশ্যই ফুল, আলো দিয়ে আগে যেখানে আপনি মা লক্ষ্মীর পুজো করবেন সাজিয়ে নেবেন। তারপরেই কিন্তু পুজো করবেন।

গণেশের পুজো করবেন

যদি আপনি অফিসে পুজো করবেন মা লক্ষ্মীর তখন অবশ্যই দেবীর সঙ্গে গণেশের পুজো করবেন। এটি কিন্তু শুভ বলে মনে করা হয়।

নতুন খাতায় ফুল দিন

যখন দীপাবলিদের নতুন খাতার পুজো করাবেন তখন তার ওপরে ফুল দেবেন। এতে কিন্তু আপনার আর্থিক দিকেও খুব লাভ হবে।

প্রসাদ বিতরণ করবেন

ব্যবসায় উন্নতি ও সমৃদ্ধির জন্য মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন এবং আরতি করবেন। তারপর পুজো করা প্রসাদ সবার মধ্যে বিতরণ করবেন। এতে মা লক্ষ্মী খুব খুশি হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here