জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের গোচরকেই গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। ৩ নভেম্বর ৬.৩৪ মিনিট ধনু রাশিতে প্রবেশ করেছে বুধ। আগামী ২৮ ডিসেম্বর ৬.০১ মিনিট পর্যন্ত ধনু রাশিতে অবস্থান করবে গ্রহের রাজকুমার। এর ফলে রাশিচক্রের প্রতিটি রাশির উপর প্রভাব পরলেও বিশেষভাবে ভাল প্রভাব পড়বে এই রাশির জাতকদের। দেখে নিন কারা রয়েছেন সৌভাগ্যবানের তালিকায়-
মেষ- ভাইবোনের সঙ্গে সহযোগিতা হবে। পরিবারে ধার্মিক কাজ হবে। তবে মেজাজ থাকবে খিটখিটে। অথযা আসবে অস্বস্তি। শেষ মুহূর্তে কোনও একটি কাজে পাবেন বাধা। স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে। গুপ্ত ধনলাভ হবে। নতুন সম্পর্ক তৈরি হবে।
ধনু- নতুন সম্পর্ক তৈরি হবে। কিছু বিনিয়োগ হবে। বৈবাহিক জীবন শান্তিপূর্ণ হবে। ভুল সিদ্ধান্তে হবে আর্থিক ক্ষতি। পঠন পাঠন বা আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে জড়িতরা পাবেন বিশেষ লাভ।
সিংহ-সন্তান সম্পর্কিত কিছু টেনশন থাকবে। নতুন কাজে লাভ হবে। পুরনো সমস্যার সমাধান হবে। গুরুত্বপূর্ণ কাজে পাবেন সাফল্য। পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধান হবে। সুখ শান্তি বাড়বে। কিছু সম্পত্তি খরিদারি হতে পারে।
তুলা- আটকে থাকা কাজ সম্পন্ন হবে। বিবাদ রয়েছে এমন ক্ষেত্রে সাবধান হোন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। ভালোভাবে কথা বার্তা বললে মিলবে উপকার।
কুম্ভ- নতুন করে আর্থিক প্রাপ্তির উপায় পাবেন। মনের মতো কাজে পাবেন সাফল্য। কোনও কাজ শুরুর সুযোগ পাবেন। শিক্ষা রাজনীতি, লেখালিখিতে পাবেন সাফল্য।আগে করে রাখা কোনও কাজের প্রশংসা আপনি পাবেন।
মিথুন- নতুন মহিলা বা পুরুষ সঙ্গী পাওয়া যাবে। নতুন কাজে যোগ দিতে পারেন। ব্যবসায়ে আর্থিক লাভ আসন্ন। বাড়ির মেরামতে খরচা বাড়বে। আইনি মামলায় সাফল্য পাবেন। কিছু নিরাশার দিকও থাকবে। দাম্পত্য জীবন আগের থেকে অনেক সুন্দর হবে।