বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন পাক ক্রিকেটার তথা কোচ বসিত আলি। ছয় বছর আগে অর্থাৎ ২০১৮ সালে পৃথ্বী শ-এর অধিনায়কত্বে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। তাঁর ব্যাটিং দক্ষতা কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করছিলেন অনেকে। কিন্তু সেই পৃথ্বী শ হঠাৎ করেই যেন হারিয়ে গেলেন। রঙিন জীবনযাপন, নারীসঙ্গ এবং বিতর্ক থেকে বেরিয়ে আসতে পারছেন না ওই তরুণ।

একটা সময়ে পৃথ্বীর ব্যাটিং মুগ্ধ করেছিল বহু কিংবদন্তিদের। কিন্তু ধীরে ধীরে ক্রিকেটবিশ্ব থেকে তিনি যেন হারিয়ে যাচ্ছেন! তাই অনেকেই মতে, তরুণ এই ক্রিকেটার হলেন দ্বিতীয় বিনোদ কাম্বলি। নিয়মশৃঙ্খলা না মানা এবং ফিটনেসের অভাবে আইপিএলে কোনও দল না পাওয়া পৃথ্বীকে নিয়ে সমালোচনা করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার এবং কোচ বসিত আলি। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “পৃথ্বী শ নিজেকে শুধরাও। তুমিও আমার ছেলের মতোই ২৩-২৪ বছরের। ফোকাস ক্রিকেটে রাখো। দ্বিতীয় বিনোদ কাম্বলি হয়ো না। আমার তোমাকে দেখে যন্ত্রণা হয়, কারণ তুমিও ক্রিকেটার। তুমিও আমাদের পরিবারের। উন্নতি করো পৃথ্বী। হতেই পারে তুমি আইপিএলে দল পাওনি। নিজের উপর বিশ্বাস রাখো। জানবে কঠোর পরিশ্রম কখনও বিফলে যায় না।” একসময়ে কাম্বলি ছিলেন বোলারদের দুঃস্বপ্ন। কাউকেই রেয়াত করতেন না বাঁ হাতি ব্যাটার। প্রাণের বন্ধুকে ক্রিকেট ঈশ্বর সচিনের থেকেও তাঁকে অনেকে বেশি প্রতিভাবান বলে মনে করা হত। সচিন তেন্ডুলকরের সঙ্গেই কাম্বলির স্কুল পর্যায়ের ক্রিকেটে ৬৬৪ রানের রেকর্ড পার্টনারশিপ রয়েছে। তবে দেশের জার্সিতে মাত্র সাত বছর খেলেই কাম্বলি অন্ধকারে তলিয়ে যান। বেহিসেবি জীবনযাপনই ব্যাড বয়বানিয়ে ফেলে কাম্বলিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here