প্রতিটি মানুষের কাছে দীপাবলি একটি বিশেষ উৎসব। আর এই দিনের জন্য অপেক্ষা করে রয়েছেন অনেকেই। চলতি বছর অক্টোবর মাসের ৩১ তারিখ পালিত হবে দীপাবলি উৎসব। দীপাবলি কিন্তু দিওয়ালি নামেও পরিচিত।

সকলেই তার প্রিয়জনকে এই বিশেষ দিনে নানা উপহার, মিষ্টি ইত্যাদি দিয়ে থাকেন। আপনিও কিন্তু আপনার বাবা-মাকে সুন্দর উপহার দিতে পারেন। যাতে তাঁরা খুশি হবেন। দেখে নিন, দীপাবলিতে আপনার বাবা-মাকে আপনি কী উপহার দেবেন।

তামার বোতল

এই দীপাবলিতে আপনি আপনার বাবা-মাকে কিন্তু তামার বোতল দিতেই পারেন। তামার বোতলে জল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভাল। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা শরীর ভাল রাখতে সাহায্য করে। এমনকি এতে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।

ক্যাসেরোল সেট

দীপাবলিতে আপনি কিন্তু আপনার বাবা-মাকে ক্যাসেরোল সেট দিতেই পারেন। স্টেনলেস স্টিলের ক্যাসেরোল সেটে খাবার অনেকক্ষণ গরম থাকে। যা কিন্তু খুব কম দামেই আপনি বাজারে পেয়ে যাবেন। আর এই উপহারটি পেলে আপনার বাবা-মা ও কিন্তু খুশি হবেন। সেই সঙ্গে আপনাকেও তাঁরা আদরে ভরিয়ে দেবেন।

গয়না

সোনা ও রুপোর গয়না পরতে কে না পছন্দ করেন। তাই এবার আপনার মাকে গলার নেকলেস দিতে পারেন। আবার বাবাকে গলার চেন দিতে পারেন। এই উপহারগুলি পেলে তাঁরা খুব খুশি হবেন। তাঁদের খুশি দেখে আপনারও খুব ভাল থাকবে।

জামা কাপড়

যদি আপনি দীপাবলিতে বাবা-মাকে খুশি করতে চান, তাহলে আপনি তাঁদের নতুন জামা-কাপড় কিনে দিতে পারেন। তাঁরা যেমন ধরনের জামা-কাপড় পরতে পছন্দ করেন তেমন ধরনেরই জামা-কাপড় দেবেন।

ঘুরতে নিয়ে যান

দীপাবলিতে আপনি বাবা-মাকে একসঙ্গে নিয়ে ঘুরতে কোথাও যেতে পারেন। এতে তাঁরাও কিন্তু অনেকক্ষণ সময় আপনার সঙ্গে কাটাতে পারবেন। আপনার মনের কথা তাঁদের সঙ্গে শেয়ার করতে পারবেন। এতে আপনি ও আপনার বাবা-মা সকলেই খুব খুশি হবেন।

গল্পের বই

যদি আপনার বাবা-মা গল্পের বই পড়তে ভালবাসেন, তাহলে দীপাবলিতে অবশ্যই তাঁদের একগুচ্ছ গল্পের বই কিনে উপহার দিন। এতে তাঁরা কিন্তু খুব খুশি হবেন। আর আপনার দেওয়া বইকে সঙ্গী করে তাঁরা সারাদিন কাটিয়ে দেবেন। এতে দেখবেন আপনারও খুব ভাল লাগবে। দীপাবলিতে আপনিও বাবা-মাকে এই উপহারগুলি দিয়ে খুশি করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here