প্রতিবেশীদের থেকে নিয়ে এইসব জিনিস ব্যবহার করলে আপনার জীবনে নেতিবাচক শক্তি বাসা বাঁধতে পারে। ফলে জীবনে নানা ধরনের সমস্যা দেখা দেয়। দেখে নিন কোন কোন জিনিস কখনওই অন্যের থেকে নিয়ে ব্যবহার করবেন না।
নুন
রান্না করতে করতে যদি হঠাৎ দেখেন যে বাড়িতে নুন ফুরিয়ে গিয়েছে, তখন প্রতিবেশীর কাছ থেকে সাহায্য নিয়ে থাকি আমরা অনেকেই। কিন্তু অন্যের থেকে নুন ধার করকে বারণ করছেন জ্যোতিষবিদরা। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন যে যদি আপনি অন্য কারোর থেকে নুন ধার করেন, তখন আপনি তাঁর কাছে ঋণী হয়ে পড়বেন। কথায় বলে, ‘নুন খেলে গুণ গাইতে হয়।’ নুন ধার করলে ঋণ বাড়ে বলে কখনোই কারোর থেকে বিনা পয়সায় নুন নেবেন না।
ঝাঁটা
জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে কখনোই অন্যের থেকে ঝাঁটা নেওয়া উচিত নয়। কারণ প্রচলিত বিশ্বাস অনুসারে ঝাঁটায় মা লক্ষ্মীর বাস। তাই অন্যের থেকে নেওয়া ঝাঁটা আপনার আর্থিক পরিস্থিতি খারাপ করতে পারে। ভুলেও কখনও অন্যের থেকে ঝাঁটা নিয়ে তা দিয়ে ঘর পরিষ্কার করবেন না।
রুমাল
জ্যোতিষশাস্ত্র অনুসারে কখনও কারোর থেকে রুমাল নেওয়া উচিত নয়। আপনার খুব ঘনিষ্ঠ বা প্রিয় কোনও মানুষ আপনাকে রুমাল ধার দিলেও তার কাছ থেকে নেবেন না। প্রচলিত বিশ্বাস মতে, কারোর থেকে রুমাল নিলে তার সঙ্গে আপনার ঝগড়া হয়ে যাবে।
ঘড়ি
জ্যোতিষবিদরা বলছেন যে অন্য কারও থেকে ঘড়ি নেওয়া কখনোই উচিৎ নয়। আপনার ঘড়ির প্রয়োজন হলে তা নিজের টাকায় কিনে নিন। অন্যের থেকে নেওয়া ঘড়ি পরলে তা আপনার জীবনে খারাপ সময় নিয়ে আসবে।
সিঁদুর
সিঁদুর, কুমকুম, চুড়ি বা আলতার মতো যা কিছু বিবাহিত মহিলার সাজের সামগ্রী, তা কখনোই অন্যের থেকে নেওয়া উচিৎ নয়। এর ফলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে এবং স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দেখা দেবে।