গণেশ পুরাণ অনুসারে, যেখানে ভগবান গণেশ বাস করেন সেখানে কোন দুঃখ, দারিদ্র এবং অজ্ঞানতা নেই। ধর্মীয় শাস্ত্র এবং বাস্তু অনুসারে, আমরা যদি বাড়িতে এবং কর্মক্ষেত্রে ভগবান গণেশের মূর্তি স্থাপন করি তা অত্যন্ত ভাল। তবে গণেশ মূর্তি একইরকম হওয়া উচিৎ নয়।
বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করতে হলে সিদ্ধিবিনায়ক রূপের মূর্তি আনুন। গৃহে সর্বদা সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে ভগবান গণেশের বসে থাকা মূর্তি প্রতিষ্ঠা করা উচিৎ।
সিদ্ধিবিনায়কের মূর্তি মানেই হল গণপতির বসে থাকা মূর্তি। চতুর্ভূজ সিদ্ধিবিনায়কের হাতে রয়েছে মোদক। শুঁড়টি বাম দিকে বাঁকানো। গণপতির গায়ের রঙ সর্বদা লাল বা সিঁদুরলাল হওয়া উচিৎ।
অফিস, দোকান বা কারখানা আমাদের কাজের জায়গা। এখানে মানুষ পরিশ্রম করে অর্থ উপার্জন করে। তাই দোকান ও কারখানায় গণপতির দাঁড়িয়ে থাকা মূর্তি স্থাপন করুন।
বাপ্পার দাঁড়িয়ে থাকা মূর্তিকে বিঘ্নেশ্ব গণপতিও বলা হয়। তাঁর আশীর্বাদে কাজের গতি বাড়ে এবং পরিবেশ শুদ্ধ থাকে। অগ্রগতি দ্বিগুণ হয়।
ডানদিকে বাঁকানো শুঁড় ও দণ্ডায়মান ভঙ্গিতে থাকেন গণপতি বিঘ্নেশ্বর। তাঁর মূর্তি হওয়া উচিৎ হলুদ রঙের।