জীবনে শান্তি, সমৃদ্ধি পেতে চাইলে বহু নিয়মই মানতে হয়। বাড়িতে রাখা বহু আসবাব ও জিনিসপত্রের উপরেও সংসারের সুখ ও সমৃদ্ধি নির্ভর করে। এমন বহু জিনিস রয়েছে যা ঘরে রাখলে ভয়ঙ্কর আর্থিক অনটন দেখা দিতে পারে। তারমধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস হল ঘরে রাখা পুরান ইলেকট্রনিক্স।
এ ছাড়াও বাস্তুর জন্য মারাত্মক অশুভ একটা জিনিস হল ভাঙা আয়না বা কাঁচ। কখনই ঘরে ভাঙা আয়না রাখা উচিৎ নয়। এতে মারাত্মক সাংসারিক সমস্যা দেখা দেয়। এ ছাড়াও মারাত্মক অভাব অনটন দেখ দিতে পারে।
এ ছাড়াও পুরান ভাঙা ইলেক্ট্রনিক জিনিস ঘরে রাখা একেবারেই উচিৎ না। এইসব জিনিস ভীষণ ভাবে নিগেটিভ এনার্জি বহন করে। তাই বাড়িতে এই ধরেনর জিনিস থাকলে তা শিঘ্রই সরিয়ে ফেলা উচিত।
এ ছাড়াও ময়লা কাপড়-জামা একদম ঘরে জমিয়ে রাখা উচিত নয়। এতে ঘরের সুখ-সমৃদ্ধি নষ্ট হয়। নোংরা জামা-কাপড় ঘরে নিগেটিভ এনার্জি বহন করে আনে ও ঋণ বাড়ায়। তাই বেশিদিন ময়লা কাপড় জামা ফেলে রাখা চলবে না।
ঘরে কোনও বড় জিনিস না রাখাই ভাল। ঘরে অনেক বড় কোনও শো-পিস বা মূর্তি বা আসবাব থাকলে তা নিগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। তাই ঘর সাজাতে একটি নির্দিষ্ট মাপের জিনিস ব্যবহার করুন। প্রয়োজনে বাস্তুবীদের ব্যবস্থা নিতে পারেন।
এ ছাড়াও শুকনো গাছ বা পাতা একেবারেই ঘরে রাখা চলবে না। শুকনো অর্থাৎ মৃত পাতা ঘরে রাখলে তা দুঃখ বয়ে আনে। ঘরে দুঃখ-দুর্দশা লেগেই থাকে তাই বাড়িতে শুকনো গাছ থাকলে তা এক্ষুনি ফেলে দিয়ে তার জায়গায় নতুন গাছ লাগিয়ে ফেলুন।