জন্মাষ্টমীতে এই কাজগুলি করলে বিফলে যাবে ব্রত

ধর্মীয় শাস্ত্র অনুযায়ী কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে কিছু কাজ ভুলেও করা উচিৎ নয়। তা না-হলে পুজোর পূর্ণ ফল ভোগ করা যায় না। জন্মাষ্টমীতে কোন কোন কাজ করবেন না, জেনে নেওয়া যাক। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর পালিত হবে জন্মাষ্টমী।

১. তুলসী পাতা তুলবেন না

কৃষ্ণকে বিষ্ণুর অবতার বলা হয়। তুলসী বিষ্ণুর অত্য়ন্ত প্রিয়। তাই কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে ভুলেও তুলসী পাতা তুলবেন না। এক দিন আগেই তুলসী তুলে রাখুন। মনে রাখবেন তুলসী পাতা কখনওই বাসি নয়।

২. ভাত খাবেন না

জন্মাষ্টমীর দিনে ভাত খাবেন না। এমনকি যাঁরা জন্মাষ্টমীর উপবাস করছেন না, তাঁরাও এদিন ভাত খাবেন না।

৩. সাত্ত্বিক খাবার

কৃষ্ণ জন্মাষ্টমীর পেঁয়াজ ব্যবহার না করে খাবার খান। রসুন ও পেঁয়াজ তামসিক খাবারের শ্রেণিভুক্ত। জন্মাষ্টমীতে মাংস, মদের সেবন করতে নেই।

৪. গোরুকে কষ্ট দেবেন না

কৃষ্ণের গোরু অত্যন্ত প্রিয়। তাই কৃষ্ণের জন্মোৎসবে ভুলেও কোনও গোরুকে কষ্ট দেবেন না। বরং গোরুর সেবা করুন।

৫. কাউকে অপমান করবেন না

ধনী হোক বা দরিদ্র, কৃষ্ণের চোখে সকলেই সমান। তাই কৃষ্ণ জন্মাষ্টমীতে ভুলেও কারও অপমান করবেন না।  জন্মাষ্টমীর পুজোয় কালো রঙের পোশাক পরবেন না। শাস্ত্র মতে, কালো রঙের পোশাক পরে পুজো করা নিষিদ্ধ।

জন্মাষ্টমীর পুজোয় লাল বা হলুদ রঙের কাপড় পড়া শুভ। এই দিনে নাড়ু গোপালকে একা রাখবেন না। সবসময় কেউ না কেউ থাকবেন। না হলে পুজোর ফল মিলবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here