আরজি কর-কাণ্ডে তোলপার দেশ। এর মধ্যেই রাজ্যের মেডিক্যাল কাউন্সিল থেকে সদস্যেরা পর পর ইস্তফা দিচ্ছেন। পাশাপাশি সন্দীপ ঘোষ-সহ আরজি কর-কাণ্ডে নাম জড়ানো চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিলের দাবি উঠেছে। পিছিয়ে দেওয়া হয়েছে কাউন্সিলের বৈঠকও।
রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায় নামের এক চিকিৎসক আগেই ইস্তফা দিয়েছেন। সূত্রের খবর, বুধবার ইস্তফা দিলেন সুমন মুখোপাধ্যায়ও। তিনি কাউন্সিলকে লেখা চিঠিতে জানিয়েছেন, সন্দীপ এবং অন্যদের রেজিস্ট্রেশন অবিলম্বে বাতিল করা উচিত। তাতে কাউন্সিলের ভাবমূর্তি বজায় থাকবে। যদি তা না করা হয়, তবে এই চিঠিই তাঁর পদত্যাগপত্র হিসাবে ধরে নিতে বলেছেন চিকিৎসক।
চিঠিতে ওই চিকিৎসক আরও জানিয়েছেন, সন্দীপ-সহ যাঁদের নাম আরজি কর-কাণ্ডে প্রকাশ্যে এসেছে, তাঁরা তদন্তে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউন্সিল থেকে তাঁদের রেজিস্ট্রেশন বাতিল করা উচিৎ। তদন্ত চলাকালীনও যদি ওই সদস্যেরা কাউন্সিলের পদে থাকেন, তবে তিনি কাউন্সিলে থাকবেন না।
মঙ্গলবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী বৈঠক পিছিয়ে দেওয়ার কথা জানিয়ে কাউন্সিলের সভাপতি, সহ-সভাপতি এবং সদস্যদের ইমেল করেছেন। তাতে বলা হয়েছে, আপাতত বৈঠক পিছিয়ে দেওয়া হচ্ছে। কবে আবার এই বৈঠক হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে।