আমরা চেতন বা অবচেতন মনে যে বিষয়গুলি নিয়ে ভাবনা-চিন্তা করি সেগুলোই ঘুরে-ফিরে আসে আমাদের স্বপ্নে। এছাড়াও নানা বিষয়ে স্বপ্ন দেখে থাকি আমরা। স্বপ্নশাস্ত্র অনুযায়ী, প্রত্যেকটা স্বপ্নের ভিন্ন ভিন্ন অর্থ বা ব্যাখ্যা থাকে। কিছু স্বপ্ন শুভ আবার কিছু অশুভ সঙ্কেত বয়ে আনে। এমন কিছু স্বপ্ন আছে যা দেখলে আপনার আকস্মিক অর্থ লাভ হতে পারে। দেখে নিন স্বপ্নগুলি কী কী-

যদি কখনও স্বপ্নে নিজেকে তারাদের মধ্যে ঘুরে বেড়াতে দেখেন, তা হলে জানবেন খুব তারাতারি লটারি জিততে চলেছেন।

কেউ যদি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন যে, তিনি যে কোনও উঁচু স্থানে উঠছেন অর্থাৎ, গাছে বা পাহাড়ের চূড়ায় উঠছেন, তা হলে মনে করবেন যে ব্যক্তি এই স্বপ্ন দেখেছেন তিনি খুব শীঘ্র অর্থের দিকে উন্নতি করতে চলেছে এবং কেরিয়ারের সাফল্যেও তিনি উচ্চে আরোহণ করতে চলেছন।

যদি স্বপ্নের মধ্যে নিজেকে কাঁদতে দেখেন, তা হলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। কারণ, আপনার উন্নতির দিন শুরু হতে চলেছে এবং কোথাও আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন।

যদি স্বপ্নে দেখেন আপনি পুজো করছেন, তা হলে জানতে হবে ঈশ্বর আপনার অপর কৃপা করেছেন এবং খুব দ্রুত অর্থ প্রাপ্তি হতে চলেছে।

হঠাৎ যদি স্বপ্নে দেখা হয় যে, অনেক উঁচু থেকে পড়ে যাচ্ছেন, এটাও অত্যন্ত শুভ সঙ্কেত।

স্বপ্নে ঠান্ডা জলে নিজেকে স্নান করতে দেখার অর্থ হচ্ছে দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হতে চলেছে এবং দারুণ অর্থ প্রাপ্তি হতে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here